দেশের স্বনামধন্য অভিনেতা আজিজুল হাকিম। নির্মাণেও আছে তার ব্যস্ততা। দায়িত্বে আছেন বাইফা অ্যাওয়ার্ডের জুরি বোর্ডেও। সম্প্রতি এর সংবাদ সম্মেলনে উপস্থিত হন তিনি। সেখানেই এবারের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমাগুলো নিয়ে তার কথা হয় কালবেলার সঙ্গে। লিখেছেন তৌফিক মেসবাহ—
বাইফা অ্যাওয়ার্ডের প্রধান জুরি বোর্ডের সদস্য আপনি। দায়িত্বটি কেমন উপভোগ করছেন?
আমি বাইফা অ্যাওয়ার্ডের প্রধান জুরি বোর্ডের সদস্য। এটি যারা আয়োজন করছেন এবং পুরস্কার নির্বাচনে আমরা যারা দায়িত্বে আছি, তারা সবাই চেষ্টা করেছি দায়িত্বশীলতার সঙ্গে নিজেদের কাজটি করার। কারণ যে কোনো অ্যাওয়ার্ড একজন শিল্পীকে তার কাজের প্রতি উৎসাহী করে। সেই জায়গা থেকে আমরা চেষ্টা করি তাদের কাজগুলোকে যোগ্য সম্মান দেওয়ার। আমি আমার এ দায়িত্ব উপভোগ করছি।
এবারের ঈদে আপনার ব্যস্ততা কেমন ছিল?
ঈদে নাটক নিয়ে ব্যস্ততা ছিল। এরই মধ্যে সব নাটক প্রচার হয়েছে বিভিন্ন প্ল্যাটফর্মে। বর্তমানে আমার একটা ধারাবাহিক প্রচার হচ্ছে দীপ্ত টিভিতে। এ ছাড়া এবারের ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলো দেখছি। সব দেখা হয়নি। সময় করে প্রতিটি দেখারই ইচ্ছা আছে।
এবারের ঈদে একসঙ্গে ছয়টি সিনেমা মুক্তি পেয়েছে। বিষয়টি কীভাবে দেখছেন?
আমি বিষয়টি পজিটিভলি দেখি। কারণ আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রির ক্রান্তিকালীন সময় যাচ্ছে। এ সময়ে এসে উৎসব কেন্দ্র করে একসঙ্গে ছয়টি সিনেমা মুক্তি দেওয়া অবশ্যই সাহসের কাজ। তবে আমার আনন্দ লাগছে যে, সিনেমাগুলো নিয়ে দর্শকের আগ্রহের কোনো কমতি নেই। একটি সিনেমা বাদে প্রতিটি নিয়েই হলে এবং সিনেপ্লেক্সে উপচে পড়া ভিড় লক্ষ করা যাচ্ছে, যা আমাকে আনন্দ দিচ্ছে। এভাবে যদি আমাদের নতুন নির্মাতারা সিনেমা তৈরি করতে পারেন, তাহলে আমি মনে করি বাংলা সিনেমার দর্শকের যে আকাল, সেটি আর থাকবে না।
আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি কি উৎসবনির্ভর?
এ কথার সঙ্গে আমি একমত নই। কারণ উৎসব ছাড়াও ছবি মুক্তি পাচ্ছে। বর্তমান সময়ের দর্শকরা গল্প ও ভালো নির্মাণ পছন্দ করেন। তাই আপনি বছরের যে কোনো সময় যদি ভালো গল্প নিয়ে কাজ করতে পারেন, তাহলে অবশ্যই সারা বছর চলচ্চিত্রের প্রতি দর্শকের টান থাকবে।
সিনেমা নিয়ে এবার যে প্রতিযোগিতা নির্মাতাদের ছিল, সেই বিষয়টি আপনার কেমন লেগেছে…
আমার কাছে ভালো লেগেছে। প্রতিযোগিতা তো থাকবেই, কারণ প্রতিযোগিতা না থাকলে ভালো কাজ তৈরি হয় না। তবে এর জন্য আবার সহকর্মীদের ছোট করা যাবে না। কারণ অসুস্থ প্রতিযোগিতা আমরা না করি। সবাই আমরা সবার কাজের প্রশংসা করে সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে এগিয়ে যেতে হবে। তাহলে সবার জন্যই ভালো হবে।
সামনে আপনার কী কী কাজ আসছে?
সম্প্রতি আমি ভিকি জাহেদের একটি ওয়েব সিরিজে অভিনয় করেছি। নাম আঁকা। এটি একটি সাইকো থ্রিলার গল্পে নির্মিত। এ ছাড়া আরও একটি গল্প নিয়ে কাজ করছি। কিছু কাজের কথা হচ্ছে, যা সামনে প্রকাশ হবে। আর নাটকের কাজ তো আছেই।