বিনোদন

আজ বেবী নাজনীনের জন্মদিন | কালবেলা

আজ বেবী নাজনীনের জন্মদিন | কালবেলা


দেশের ব্ল্যাক ডায়মন্ড খ্যাত জনপ্রিয় সংগীতশিল্পী বেবী নাজনীন। সাড়ে চার দশকের ক্যারিয়ারে জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ দেশ-বিদেশে সংগীত পরিবেশন করে অনেক পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন এই গায়িকা। আজ (২৩ আগস্ট) এই জনপ্রিয় শিল্পীর জন্মদিন।

বর্তমানে বেবী নাজনীন বিএনপি চেয়ারপারসনের পরিষদের সদস্য হিসেবে রয়েছেন।

এদিকে গত সাড়ে চার দশকের সংগীত ক্যারিয়ারে বহু জনপ্রিয় গান উপহার দিয়েছেন বেবী নাজনীন। আধুনিক সংগীতের অর্ধশতাধিক একক অডিও অ্যালবামসহ অসংখ্য দ্বৈত অডিও অ্যালবাম প্রকাশিত হয়েছে তার। মঞ্চের মাধ্যমেও সবসময় সরব উপস্থিতি রয়েছে তার। বাংলাদেশ বেতার ও টেলিভিশনের বিশেষ শ্রেণির তালিকাভুক্ত সংগীতশিল্পী বেবী নাজনীন চলচ্চিত্রতেও গেয়েছেন অসংখ্য গান।

মানুষ নিষ্পাপ পৃথিবীতে আসে, আমার একটা মানুষ আছে, ওই রংধনু থেকে, পত্রমিতা, এলোমলো বাতাসে উড়িয়েছি শাড়ির আঁচল, কাল সারা রাত ছিল স্বপনেরও রাত, দু’চোখে ঘুম আসে না এমন অসংখ্য গানের মাধ্যমে বাংলা গানের ভান্ডার সমৃদ্ধ করেছেন এই সংগীত তারকা।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।