বিনোদন

আমার ভিজিট আমৃত্যু ৩০০ টাকাই থাকবে : ডা. এজাজ

আমার ভিজিট আমৃত্যু ৩০০ টাকাই থাকবে : ডা. এজাজ


আমৃত্যু আমার ভিজিট ৩০০ টাকাই থাকবে বলে জানিয়েছেন বিশিষ্ট অভিনয়শিল্পী ও নিউক্লিয়ার মেডিসিন বিশেষজ্ঞ ডা. এজাজুল ইসলাম। সম্প্রতি একটি জাতীয় দৈনিকে দেওয়া এক সাক্ষাৎকার এ কথা বলেন তিনি।

অভিনয় শিল্পীর বাইরেও আপনি একজন চিকিৎসক। সবাই আপনাকে ‘গরিবের ডাক্তার’ বলেও চেনে। কেমন লাগে আপনার? এমন প্রশ্নে উত্তরে ডা. এজাজ বলেন, ভালো লাগে। তবে অনেকেই বলেন, আমি কেন আমার ভিজিট ৩০০ টাকার বেশি করছি না। আমার স্টাফরাও আমাকে বলে, আমার জুনিয়র ডাক্তাররাও আমার চেয়ে বেশি ফি’ নেয়, আর আমি বিশেষজ্ঞ হয়েও ভিজিট কম। এতে মানুষ আমাকে সন্দেহ করবে, আমার মানসম্মান থাকবে না।

তিনি আরও বলেন, কিন্তু আমি এসব নিয়ে চিন্তা করি না। আমৃত্যু আমার ভিজিট ৩০০ টাকাই থাকবে। এত টাকার পেছনে ছুটে কী হবে? আমি মনে করি অপ্রয়োজনীয়ভাবে টাকার পেছনে ছোটা একটি মানসিক ব্যাধি। আমি খেতে পরতে পারছি, চিকিৎসা থেকে শুরু করে ছেলেমেয়ের লেখাপড়ার খরচও আল্লাহ চালানোর সুযোগ দিয়েছেন। আমি তো ভালো আছি। এর চেয়ে বেশি টাকার তো আমার মনে হয় না প্রয়োজন আছে।

চিকিৎসার পাশাপাশি বর্তমানে অভিনয় কেমন করছেন জানতে চাইলে তিনি বলেন, দেনা পাওনা’ নামে একটি ধারাবাহিকে অভিনয় করছি। বেশ ভালো সাড়া পাচ্ছি। এ ছাড়া কিছু খণ্ডনাটকও করছি। আগের মতো এখন অভিনয়ে এত ব্যস্ততা নেই। তবে অভিনয়ের মধ্যেই আছি। এটি আমার ভালোবাসা বলা যায়।

আজ হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকী। দীর্ঘদিন হুমায়ূন আহমেদের সঙ্গে কাজ করেছেন এই অভিনেতা। হুমায়ূন আহমেদের সঙ্গে নানান স্মৃতিচারণ করেন এসব কথা বলেন তিনি।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।