বিনোদন

আমি সুস্থ, আলহামদুলিল্লাহ : আরশ খান

আমি সুস্থ, আলহামদুলিল্লাহ : আরশ খান


ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আরশ খান হঠাৎ করেই নিজের একটি ফেসবুক পোস্টের মাধ্যমে ভক্ত-অনুরাগীদের দৃষ্টি কেড়েছেন। পোস্টটিতে তিনি নিজের সুস্থতার খবর জানিয়ে অপ্রয়োজনীয় গুজব না ছড়ানোর অনুরোধ করেছেন।

আরশ খান লিখেছেন, ‘আমি সুস্থ, আলহামদুলিল্লাহ। অনুজদের সতর্ক করতে দেওয়া পোস্টের কারণে যারা আমাকে আইসিইউ পর্যন্ত নিয়ে যাচ্ছেন, তাদের প্রতি আহ্বান—এমনটা না করার জন্য।’

আরশ খানের ফেসবুক পোস্ট। ছবি : সংগৃহীত

তিনি আরও উল্লেখ করেন, ‘আমার হৃদয়, কিডনি, লিভার, ফুসফুস যে অবস্থায় আছে, তাতে জোরপূর্বক আমাকে পৃথিবী ছাড়া না করলে আমি যাচ্ছি না, ইনশাআল্লাহ।’

অভিনেতার এমন মন্তব্যে ভক্তরা স্বস্তি পেয়েছেন। তবে তার আগের পোস্টকে ঘিরে কিছু ভক্তের মধ্যে শঙ্কা তৈরি হয়েছিল। সেই পরিপ্রেক্ষিতেই আরশ খান পরিষ্কারভাবে জানিয়েছেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই।

পোস্টে তিনি আরও জানান, আগের নম্বরই ব্যবহার করছেন তিনি। কোনো সংবাদ প্রকাশের আগে তথ্যসংক্রান্ত বিষয়ে যোগাযোগের আহ্বানও জানান। তার ভাষায়, ‘ছাপানোর পূর্বে তথ্যসংক্রান্ত বিষয় জানতে কল করুন, টেক্সট করুন, মিসকলও চলবে। বাঁচতে হলে জানতে হবে।’

অভিনয়ের শুরু থেকেই আরশ খান তরুণ দর্শকদের কাছে বিশেষভাবে জনপ্রিয়। নাটক, টেলিফিল্ম ও বিজ্ঞাপনে কাজ করে তিনি নিজের জায়গা করে নিয়েছেন। অনন্য সংলাপ বলার ভঙ্গি ও ভিন্নধর্মী চরিত্রে অভিনয়ের কারণে দর্শকের কাছে আলাদা পরিচিতি তৈরি করেছেন আরশ।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।