বিনোদন

আসছে ‘দ্য কিং অব কিংস’

আসছে ‘দ্য কিং অব কিংস’


বছরটা যেন অ্যানিমেশনের রাজত্বে মোড়া। একের পর এক হলিউড তার সিনেমার জাদুকরী তূণীর তীর ছুড়েই চলেছে। চমকপ্রদ সব অ্যানিমেশন সিনেমা উপহার দিয়ে মাতিয়ে তুলছে বিশ্বজুড়ে অগণিত দর্শক। এবার সেই তালিকায় যোগ হতে চলেছে আরও এক রাজকীয় সিনেমা। ছবিটির নাম ‘দ্য কিং অব কিংস’। ছোট-বড় সব বয়সী দর্শকের হৃদয় ছুঁয়ে যাওয়ার প্রতিশ্রুতি নিয়ে এ সিনেমা মুক্তি পেতে চলেছে ১১ এপ্রিল।

সিওং-হো জাংয়ের পরিচালনায় নির্মিত এ সিনেমার ট্রেলার এরই মধ্যে প্রকাশ পেয়েছে, যা দেখে বেশ উচ্ছ্বসিত দর্শকরা। প্রকাশিত ট্রেলারে দেখা যায়, প্রখ্যাত লেখক চার্লস ডিকেন্স তার কল্পনাপ্রবণ ছেলে ওয়াল্টারের সঙ্গে সম্পর্ক তৈরি করতে হিমশিম খাচ্ছেন। কাজের চাপে তিনি ছেলেকে সময় দিতে পারছেন না। একদিন ওয়াল্টার এক অনুষ্ঠানে ব্যাঘাত ঘটালে, ডিকেন্স সিদ্ধান্ত নেন ছেলেকে যিশুখ্রিষ্টের জীবনকাহিনি শোনানোর মাধ্যমে তাদের মধ্যকার সম্পর্ক মেরামত করবেন।

গল্প শোনার সময়, ওয়াল্টার যিশুর জীবনের ঘটনাগুলো খুব বাস্তবভাবে অনুভব করতে থাকে। এই অভিজ্ঞতার মধ্য দিয়ে বাবা-ছেলের সম্পর্ক আরও গভীর হয় এবং গল্পের শক্তিতে এক ভালোবাসার বন্ধন গড়ে ওঠে।

সিনেমাটি ডিকেন্সের নিজস্ব রচনা ‘দ্য লাইফ অব আওয়ার লর্ড’ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে। এ চলচ্চিত্রটিতে যাদের ভয়েসওভারের কারণে চরিত্রগুলো আরও প্রাণবন্ত হয়েছে তারা হলেন, পিয়ার্স ব্রসনান, অস্কার আইজ্যাক, উমা থারম্যানসহ অনেকে।

অ্যাঞ্জেল স্টুডিওস প্রযোজিত এ চলচ্চিত্রটি যারা দ্য অব ফ্রিডম ও দ্য চুজেনের মতো বিশ্বাসভিত্তিক সিনেমায় পরিচিত, তাদের উৎসাহব্যঞ্জক ও প্রেরণাদায়ী বিষয়বস্তুর ধারাবাহিকতা বজায় রাখবে বলে মনে করছে সিনে বিশ্লেষকরা।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।