বিনোদন

আসছে বাহুবলি: দ্য এপিক | কালবেলা

আসছে বাহুবলি: দ্য এপিক | কালবেলা


বলিউড কিংবা দক্ষিণী ইন্ডাস্ট্রির সীমানা পেরিয়ে যে নাম একসময় গোটা বিশ্ব কাঁপিয়েছিল, সেই ‘বাহুবলি’ আবারও ফিরছে নতুন মহাকাব্যিক রূপে। মঙ্গলবার (২৬ আগস্ট) বহুল প্রতীক্ষিত ‘বাহুবলি: দ্য এপিক’-এর অফিসিয়াল ঝলক প্রকাশ করেছেন নির্মাতা, এরপর মুহূর্তেই উত্তাল হয়ে ওঠে নেটদুনিয়া। মাহিষ্মতী রাজ্যের রাজকীয় আভিজাত্য, পাহাড়সম শক্তি আর চোখ ধাঁধানো ভিএফএক্স, সব মিলিয়ে দর্শকদের মনে যেন ফিরে এসেছে ‘বাহুবলি’ ও ‘বাহুবলি টু’-এর স্মৃতি।

দর্শকদের উচ্ছ্বাসের কারণও স্পষ্ট, প্রায় এক দশক পর আবারও সেই কিংবদন্তি চরিত্রে ধরা দেবেন প্রভাস। ২০১৫ সালে ‘বাহুবলি: দ্য বিগিনিং’ আর ২০১৭ সালে ‘বাহুবলি: দ্য কনক্লুশন’ ইতিহাস গড়ার পর এবার নতুন রূপে হাজির হচ্ছে ‘বাহুবলি: দ্য এপিক’।

এই সিনেমার বিশেষত্ব হলো এর ব্যতিক্রমী দৈর্ঘ্য। পুরো ৫ ঘণ্টা ২৭ মিনিটের এক অবিচ্ছিন্ন কাহিনি। যেখানে সাধারণত চলচ্চিত্র সীমাবদ্ধ থাকে ২-৩ ঘণ্টায়, সেখানে রাজামৌলির এই মহাপরিকল্পনা দর্শকদের ধৈর্য, মনোযোগ আর আবেগের ওপরই পরীক্ষা নেবে।

আগের দুই কিস্তিই বক্স অফিসে ঝড় তুলেছিল। প্রথমটি বিশ্বজুড়ে আয় করেছিল ৬৫০ কোটি টাকা, আর দ্বিতীয়টি তো ১৭৮৮ কোটির ব্যবসা করে ভারতীয় সিনেমার ইতিহাসই পাল্টে দিয়েছিল। ফলে তৃতীয় অধ্যায় ঘিরে প্রত্যাশা এখন আকাশচুম্বী।

শোনা যাচ্ছে, ২০২৫ সালের ৩১ অক্টোবর বড়পর্দায় মুক্তি পেতে চলেছে এই বিশাল ক্যানভাসে নির্মিত এই মহাকাব্য। আর সেই ঘোষণার সঙ্গে সঙ্গেই ভক্তদের অপেক্ষা যেন আরও অসহনীয় হয়ে উঠেছে।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।