বিনোদন

আসছে শাদী মোবারক | কালবেলা

আসছে শাদী মোবারক | কালবেলা


আগামী মাসেই প্রচারে আসছে নতুন ধারাবাহিক নাটক ‘শাদী মোবারক’। এটি রচনা করেছেন আহমেদ শাহাবুদ্দিন। পরিচালনা করেছেন শামীম জামান। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই, শামীম জামান, আ খ ম হাসান, জয়রাজ, তারেক স্বপন, সমাপ্তি মাসুক, রেজমিন সেতুসহ আরও অনেকে।

এরই মধ্যে নাটকটির তৃতীয় লটের শুটিংয়ের কাজ সম্পন্ন হয়েছে। আগামী ৩ আগস্ট থেকে মাছরাঙা টিভিতে সপ্তাহে টানা পাঁচ দিন রাত সাড়ে ৮টায় নাটকটি প্রচার হবে। ‘শাদী মোবারক’ মূলত পারিবারিক গল্পের নাটক, এমনটাই জানালেন নির্মাতা শামীম জামান। তিনি এর আগে ‘হাটখোলা’, ‘তিন তালা তিন চাবি’, ‘ঝামেলা আনলিমিটেড’, ‘চাটাম ঘর’, ‘প্রিয়জন’ ও ‘গোলক ধাঁধা’ ধারাবাহিক নাটক নির্মাণ করেছিলেন।

শামীম জামান বলেন, “আমি সবসময়ই জীবনঘনিষ্ঠ নাটক নির্মাণ করি। ‘শাদী মোবারক’ নাটকটিও ঠিক তাই। আর মোশাররফ করিমকে নিয়ে ‘হাটখোলা’ বা ‘তিন তালা তিন চাবি’ নাটক নির্মাণের সুযোগ হয়ে ওঠেনি। এরপর যত ধারাবাহিক নাটকই নির্মাণ করেছি, তার প্রতিটিতেই মোশাররফ করিম ছিল। এর অবশ্য কারণও আছে। কারণ সে নিঃসন্দেহে একজন গুণী অভিনেতা, ভীষণ পরিশ্রমী একজন অভিনেতা। যে নাটকে মোশাররফ থাকে, সেই নাটকের প্রতিও দর্শকের একটা আলাদা আগ্রহ থাকে। তা ছাড়া তার সঙ্গে সম্পর্কটা আমার বন্ধুত্বের। বন্ধুর চেয়েও বড় কথা হলো তার সঙ্গে আমার কাজের বোঝাপড়াটা খুব চমৎকার। যে কারণে তাকে নিয়ে নাটক নির্মাণ করি। এ ছাড়া আমার নাটকে সাধারণত যারা নিয়মিত অভিনয় করেন যেমন জুঁই ভাবিসহ আ খ ম হাসান আরও অনেকে। তারাও আছেন এ ধারাবাহিকে। নির্মাতা হিসেবে গল্পে যে চরিত্রের জন্য যাকে প্রয়োজন, তাকে নিয়েই আমি নাটক নির্মাণ করেছি। সব মিলিয়ে খুব ভালো হয়েছে নাটকটি। আশা করছি এটি প্রচারে এলে শুরুতেই দর্শকের ভালোলাগার একটি নাটক হয়ে উঠবে।”

নাটকটি প্রযোজনা করেছেন অনন্য ইমন। শামীম জানান, এখন পর্যন্ত নাটকটি ৭৮ পর্ব পর্যন্ত নির্মিত হয়েছে।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।