বিনোদন

ঈদুল আজহায় আসছে ‘প্রেমের বাত্তি জ্বালাইয়া আমারে ফালাইয়া’

ঈদুল আজহায় আসছে ‘প্রেমের বাত্তি জ্বালাইয়া আমারে ফালাইয়া’


পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রকাশিত হতে যাচ্ছে নতুন গান ‘প্রেমের বাত্তি জ্বালাইয়া আমারে ফালাইয়া’। গানটির কথা ও সুর করেছেন হাসান মতিউর রহমান। এটি প্রকাশ করছে দোয়েল মাল্টিমিডিয়া, আর পরিবেশনায় রয়েছে জনপ্রিয় সংগীতদল প্রাণগীত প্রাকৃতজন।

গানটিতে প্রধান কণ্ঠ দিয়েছেন কাজী বনফুল, সাথে সহশিল্পী হিসেবে কণ্ঠ দিয়েছেন কাদের ফকির, কাজী মাসুদ, রানা মোল্লা, রাব্বি মোল্লা, কাজী শামীম, রাব্বানী ও ঢোলক রহমান বয়াতি।

গানটির ভিডিও চিত্র ধারণ করেছেন কাজী আওসাফ রেজা। চিত্রনায়ক হিসেবে এতে অভিনয় করেছেন সোহেল, কাজল এবং তরু।

গানটি প্রসঙ্গে কাজী বনফুল জানান, ‘এই গানটি হাসান মতিউর রহমানের একটি জনপ্রিয় সৃষ্টি। আমরা এটিকে গ্রামীণ আবহে, কিছুটা ভিন্ন ধাঁচে উপস্থাপনের চেষ্টা করেছি। আশা করছি, দর্শক-শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে গানটি।’

গানটি ঈদের আগেই দোয়েল মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেল ও সামাজিক মাধ্যমে মুক্তি পাবে বলে জানা গেছে।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।