বিনোদন

ঈদে বিটিভিতে জমকালো নৃত্যানুষ্ঠান | কালবেলা

ঈদে বিটিভিতে জমকালো নৃত্যানুষ্ঠান | কালবেলা


ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ, ঈদের আনন্দকে আরও রাঙিয়ে দিতে বাংলাদেশ টেলিভিশনে নাটক-সিনেমার পাশাপাশি জমকালো নাচের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

ছয়টি বিশেষ এই নৃত্যানুষ্ঠানে জনপ্রিয় নৃত্যশিল্পীদের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও অংশগ্রহণ করেছেন।
তানভীর আহমেদ খানের প্রযোজনায় তিন পর্বের নৃত্যানুষ্ঠান ‘নৃত্যের ঝংকার’ প্রচার হবে ঈদের দিন সকাল ৯টায় এবং ঈদের তৃতীয় ও পঞ্চম দিন বিকেল ৫টা ৩০ মিনিটে। উপস্থাপনা করবেন বারিশ হক, আয়েশা লাবণ্য ও নুসাইবা ইবনাত পার্লি।
আনিসুল ইসলাম হিরু, ইভান শাহরিয়ার সোহাগ, এম আর ওয়াসেক, লুৎফুর রহমান ফারুকী, সৈয়দা শায়লা আহমেদ ও নাজমুল হক লেলিনের নৃত্য পরিচালনায় নাচবেন আনিকা কবির শখ, চাঁদনী, সালসাবিল লাবণ্য, মোহনা মীম, শাহনাজ সুমি, শাওন, আলিফসহ অনেকে।

ঈদের দিন সকাল ১১টা ১০ মিনিটে প্রচার হবে শিশু-কিশোরদের নৃত্যানুষ্ঠান ‘নূপুরের ছন্দে’। মাইশার উপস্থাপনায় এবং আয়েশা সিদ্দিকা এলি ও শায়লা আহমেদ লিমার নৃত্য পরিচালনায় নাচবে শিশুশিল্পীরা।

এল রুমা আক্তারের প্রযোজনা ও কমলিকা তুলির উপস্থাপনায় নৃত্যানুষ্ঠান ‘ধ্রুপদী ছন্দে-আনন্দে’ প্রচার হবে ঈদের দ্বিতীয় দিন বিকেল ৫টা ৩৫ মিনিটে।

মীম চৌধুরীর উপস্থাপনায় ঈদের চতুর্থ দিন বিকেল ৫টা ৩৫ মিনিটে রবীন্দ্রসংগীত, নজরুলগীতি ও ফিউশন মিউজিকের সমন্বয়ে আয়োজিত ‘আনন্দলোকে নৃত্যালোকে’ অনুষ্ঠানটিতে নৃত্য পরিবেশন করবে কবিরুল ইসলাম রতনের দল।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।