বিনোদন

এফডিসিতে রামদা হাতে শাকিবকে খুঁজছিলেন যুবক

এফডিসিতে রামদা হাতে শাকিবকে খুঁজছিলেন যুবক


রাজধানীর এফডিসিতে ঢুকে রামদা (চাপাতি) হাতে ভাঙচুর করে শাকিব খানকে খোঁজার ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (৩১ মে) রাতে তেজগাঁও শিল্পাঞ্চল থানার পুলিশ তাকে আটক করে। তার নাম মানিক মিয়া।

প্রত্যক্ষদর্শীরা জানান, যুবকটি চিৎকার করে দাবি করছিল, শাকিব খানের কাছে টাকা পায়। সে দাবি করে, জামালপুরে ‘গলুই’ সিনেমার শুটিংয়ে কাজ করেছিল। তবে কী ধরনের কাজ করেছে বা কেমন টাকা পায়, তার সুনির্দিষ্ট ব্যাখ্যা দিতে পারেনি।

ঘটনার সময় উপস্থিত ছিলেন নির্মাতা গাজী মাহবুব। তিনি জানান, ‘হঠাৎ দেখি এক যুবক চাপাতি হাতে ভাঙচুর করছে আর চিৎকার করে শাকিব খানের নাম বলছে। পরে পুলিশ এসে আটক করে।’

পুলিশ জানায়, মানিক মিয়া মানসিকভাবে ভারসাম্যহীন। তার কথাবার্তা অসংলগ্ন। এ ঘটনায় এফডিসি কর্তৃপক্ষ একটি মামলা করেছে এবং তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।