বিনোদন

এবার যুক্তরাষ্ট্রে ‘দাগি’ | কালবেলা

এবার যুক্তরাষ্ট্রে ‘দাগি’ | কালবেলা


এবারের ঈদের সিনেমা ‘দাগি’ দেশের দর্শকের হৃদয় জয় করে যুক্তরাষ্ট্রে মুক্তি পেতে যাচ্ছে। তার আগে ১২ এপ্রিল থেকে সগৌরবে চলছে অস্ট্রেলিয়াতে। সাফল্যের এই ধারাবাহিকতায় এবার ‘দাগি’ মুক্তি পাচ্ছে যুক্তরাষ্ট্র ও কানাডার প্রেক্ষাগৃহে। ২৫ এপ্রিল থেকে নিউইয়র্কসহ উত্তর আমেরিকার ১৫টি শহরে একযোগে প্রদর্শিত হবে ছবিটি। এরপর ২ মে থেকে মুক্তি পাবে আরও ১৩টি শহরে। মোট ২৮টি শহরে শতাধিক শো চলবে ছবিটির। এর পরিবেশক বায়োস্কোপ ফিল্মস এমনটাই জানিয়েছে।

বায়োস্কোপ ফিল্মস জানায়, নিউইয়র্কের কিউ গার্ডেন সিনেমাসে ছবির ২১টি বিশেষ শো চালানো হবে সাত দিনের জন্য।

২৫ এপ্রিল আরও যে শহরগুলোয় ‘দাগি’ দেখা যাবে তার মধ্যে রয়েছে বোস্টন, ডেট্রয়েট, সান ফ্রান্সিসকো, আটলান্টা, ডালাস, কানেকটিকাট, ফিনিক্স, শিকাগো, মিনিয়াপলিস, লস অ্যাঞ্জেলেস, ওকলাহোমা সিটি ইত্যাদি।

এ ছাড়া ২ মে থেকে যুক্ত হবে আরও ১৩টি নতুন শহর। সেই তালিকায় আছে ওয়েস্ট পাম বিচ, পোর্টল্যান্ড, সিয়াটল, অস্টিন, স্যাক্রামেন্টো, নিউজার্সি, ভার্জিনিয়া, শার্লট, মিয়ামি, সান দিয়েগো ইত্যাদি।

‘দাগি’ ছবিতে জুটি হয়েছেন আফরান নিশো ও তমা মির্জা। আরও আছেন তাসনিয়া ফারিণ, সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিম প্রমুখদের মতো তারকারা।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।