বিনোদন

ঐশ্বরিয়ার ব্লকবাস্টার সিনেমা ফিরিয়ে দিয়েছিলেন গোবিন্দ

ঐশ্বরিয়ার ব্লকবাস্টার সিনেমা ফিরিয়ে দিয়েছিলেন গোবিন্দ


বলিউডের ইতিহাসে এমন বহু উদাহরণ আছে, যখন তারকারা একাধিক ছবির প্রস্তাব ফিরিয়ে দেন। পরে সেই ছবিই বক্স অফিসে ব্লকবাস্টার হয়ে ওঠে, আর অভিনেতা-অভিনেত্রীরা আফসোস করতে থাকেন। তেমনই এক ঘটনা ঘটেছিল নব্বইয়ের দশকের জনপ্রিয় নায়ক গোবিন্দর জীবনে।

জানা যায়, সুভাষ ঘাই পরিচালিত ১৯৯৯ সালের ব্লকবাস্টার ছবি তাল-এর প্রস্তাব পেয়েছিলেন গোবিন্দ। তবে সে সময় তিনি হাসিনা মান জায়েগি ছবির কাজে ব্যস্ত থাকায় প্রস্তাব ফিরিয়ে দেন। শেষ পর্যন্ত অনিল কাপুর চরিত্রটির প্রস্তাব গ্রহণ করেন এবং ছবিটি হয়ে ওঠে তার ক্যারিয়ারের অন্যতম বড় হিট।

তাল-এ প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন ঐশ্বরিয়া রায় বচ্চন, অনিল কাপুর ও অক্ষয় খান্না। ছবিটি মুক্তির পর শুধু বক্স অফিসেই নয়, এর গানও ঝড় তোলে দর্শকের মনে। এআর রহমানের সুর করা গানগুলো এখনো সমান জনপ্রিয়।

আইএমডিবির তথ্যমতে, অনিল কাপুরের চরিত্রটির জন্য প্রথমে আমির খানকেও প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে তিনি চিত্রনাট্য পছন্দ না করায় রাজি হননি। এরপর প্রস্তাব যায় গোবিন্দর কাছে, যিনি শেষ পর্যন্ত ফিরিয়ে দেন।

মাত্র ১৫ কোটি টাকা বাজেটে নির্মিত তাল বিশ্বব্যাপী আয় করে প্রায় ৫০ কোটি টাকা। সে হিসেবে গোবিন্দের হাতছাড়া করা ছবিটি অনিল কাপুরের ক্যারিয়ারে হয়ে ওঠে ‘গেম চেঞ্জার’।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।