বিনোদন

‘কাঁটা লাগা’ খ্যাত অভিনেত্রী আর নেই

‘কাঁটা লাগা’ খ্যাত অভিনেত্রী আর নেই


হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ‘কাঁটা লাগা’ খ্যাত মডেল ও অভিনেত্রী শেফালি জরিওয়ালা (৪২)। খবর আনন্দবাজার পত্রিকার।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (২৭ জুন) সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী। দ্রুতই তাকে মুম্বাইয়ের বেলভিউ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসকরা জানান, হাসপাতালে আনার আগেই মৃত্যুবরণ করেছেন তিনি।

১৯৮২ সালের ১৫ ডিসেম্বর গুজরাটের আমদাবাদে জন্মগ্রহণ করেন শেফালি। ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা শুরু করলেও কলেজ শেষ না করেই শোবিজে পা রাখেন এবং তাতেই মেলে তারকাখ্যাতি।

২০০২ সালে রিমিক্স যুগে ‘কাঁটা লাগা’ গানে ঝলমলে উপস্থিতি ও নৃত্যশৈলীতে রাতারাতি জনপ্রিয়তা পান শেফালি। মাত্র ১৯ বছর বয়সে ‘কাঁটা লাগা গার্ল’ হয়ে ওঠেন তিনি। এরপর একাধিক মিউজিক ভিডিও, রিয়েলিটি শো ও সিনেমায় কাজ করলেও তার পরিচয় এই গান দিয়েই স্থায়ী হয়ে যায়।

২০০৪ সালে ডেভিড ধাওয়ানের ‘মুঝসে শাদি কারোগি’ ছবিতে সালমান খান ও অক্ষয় কুমারের সঙ্গে একটি ক্যামিও চরিত্রে দেখা যায় তাকে। পরবর্তী সময়ে বিগ বসসহ নানা রিয়েলিটি শোতে অংশ নিয়ে ছোট পর্দায় নিজের উপস্থিতি জানান দেন শেফালি।

ব্যক্তিগত জীবনে প্রথমে সংগীত পরিচালক হরমীত সিংয়ের সঙ্গে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হন এই অভিনেত্রী। সেই সম্পর্ক ভেঙে যাওয়ার পর অভিনেতা পরাগ ত্যাগীর সঙ্গে নতুন জীবন শুরু করেন ২০১৪ সালে। সম্প্রতি তারা একটি শিশুকন্যাকে দত্তক নেওয়ার সিদ্ধান্তও নিয়েছিলেন।

তবে সেই স্বপ্ন আর পূর্ণতা পেল না। হৃদরোগে অকালমৃত্যুতে থেমে গেল শেফালির জীবনপথ। তার আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ অনুরাগী, বন্ধুবান্ধব ও সহকর্মীরা। বলিউড হারাল এক প্রাণবন্ত ও জনপ্রিয় মুখ।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।