বিনোদন

কেটি পেরির কনসার্ট উপভোগ করলেন হিমি

কেটি পেরির কনসার্ট উপভোগ করলেন হিমি


ছোটপর্দার জনপ্রিয় মুখ জান্নাতুল সুমাইয়া হিমি বর্তমানে অবস্থান করছেন কানাডায়। অভিনয়ের ব্যস্ততা থেকে কিছুটা বিরতি নিয়ে সময় কাটাচ্ছেন অবকাশযাপনে। আর এই সফরে বিশ্বখ্যাত মার্কিন পপ তারকা কেটি পেরির লাইফটাইম ট্যুর কনসার্টে অংশগ্রহণ করায় তার ঝুলিতে যুক্ত হলো এক বিশেষ অভিজ্ঞতা ।

গতকাল বুধবার (৬ আগস্ট) হিমি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বেশকিছু ঝলমলে মুহূর্তের ছবি শেয়ার করেন। ছবিতে দেখা যায়, তিনি তার ভাইয়ের সঙ্গে দারুণ ফুরফুরে মেজাজে উপভোগ করছেন এই আন্তর্জাতিক আয়োজন। চোখেমুখে উচ্ছ্বাস, সাজে ঝলকানি সব মিলিয়ে এক রঙিন সন্ধ্যা।

ছবির ক্যাপশনে হিমি লেখেন, ‘ভাইবোন মিলে প্রথম কনসার্টে একসাথে অংশ নিয়েছিলাম। কেটি পেরির লাইফটাইম ট্যুরে।’

অভিনয়ের পাশাপাশি হিমি সবসময় সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে নিজের জীবনের বিশেষ মুহূর্তগুলো ভাগ করে নেন। এবার তার সেই ভক্ত-ভালোবাসায় যুক্ত হলো আন্তর্জাতিক সুরের এক সন্ধ্যা, যেখানে তারার আলো আর সংগীতের আবেশে ভেসে বেড়ালেন তিনি।
এই পোস্ট দেখে ভক্তদের উচ্ছ্বাসও চোখে পড়ার মতো। অনেকেই কমেন্টে শুভকামনা জানিয়েছেন।

কানাডা সফরের শুরু থেকে একের পর এক মনোমুগ্ধকর মুহূর্ত শেয়ার করে চলেছেন হিমি। তাতে বোঝা যায়, তার এই সফর শুধুই বিশ্রাম নয়, বরং স্মৃতিতে ভরা এক রঙিন অভিজ্ঞতার ভান্ডার।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।