বিনোদন

গওহরের হৃদয়স্পর্শী অভিজ্ঞতা

গওহরের হৃদয়স্পর্শী অভিজ্ঞতা



ভারতের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী গওহর খান। বর্তমানে ছেলে সংসার নিয়েই ব্যস্ততা তার। তাই সেভাবে আর দেখা যায় না বিনোদন জগতে। তবে বসে নেই তিনি। শুরু করেছেন ব্লগ। সেই ব্লগে সম্প্রতি এক হৃদয়স্পর্শী অভিজ্ঞতা শেয়ার করেছেন। তিনি জানিয়েছেন, তার ছেলে জেহানের জন্মের আগে তিনি গর্ভপাতের শিকার হয়েছিলেন।

গওহর তার ইউটিউব পডকাস্ট ‘মা নুরাঞ্জান’-এর একটি পর্বে গর্ভপাত ও সি-সেকশনের অভিজ্ঞতা নিয়ে কথা বলেন। অশ্রুসিক্ত চোখে তিনি জানান, সি-সেকশনের মাধ্যমে ছেলে জেহানের জন্ম দেন তিনি।

কিন্তু তার আগে তিনি প্রায় ৯ সপ্তাহের সময় একটি গর্ভপাতের শিকার হন, যা ছিল এক অবর্ণনীয় বেদনার অভিজ্ঞতা। তিনি বলেন, ‘আমি কখনো ভাবিনি আমাকে এই কথাটা একদিন বলতে হবে। কিন্তু সেই সন্তান হারানোর কষ্ট আমি আজও ভুলিনি, তা আমাকে মানসিকভাবে ভেঙে দিয়েছিল।’ গওহর জানান, তিনি ভবিষ্যতের পর্বে এ বিষয়ে আরও বিস্তারিতভাবে বলবেন।



Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।