বিনোদন

গান ছাড়া মানুষ বাঁচে না

গান ছাড়া মানুষ বাঁচে না


আমার গানের প্রতি টান সেই ছোটবেলা থেকেই। ছোটবেলায় বাবা গান গেয়ে গেয়ে সকালে আমার ঘুম ভাঙাত, ঠিক তখন থেকেই গান হৃদয়ের গভীরে প্রবেশ করে নিজের অজান্তেই। তারপর থেকে নিজে নিজেই গান গাইতে থাকি। হঠাৎ একদিন আমার গান শুনে প্রিয় মানুষ রফিকুল ইসলাম ভাই বললেন, তোমার গানের গলা তো বেশ, তুমি তো চাইলে গান গাইতে পারো। ঠিক সেদিন থেকেই মনের ভেতর গোপনে গড়ে উঠল একটি গানের দল প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা। তারপর আমরা আমাদের এই ‘গীত আখড়া’ গানের দল গড়ে তুললাম। রফিকুল ইসলাম ভাইয়ের সেদিনকার ওই কথাই মূল অনুপ্রেরণা হয়ে কাজ করেছে আমার এই গানের দল প্রতিষ্ঠার ক্ষেত্রে। আমাদের অঞ্চলে গান মানুষের হৃদয়ের গভীরে আপনা-আপনিই বিরাজ করে। পল্লীকবি জসীমউদদীন ফরিদপুরের একজন বিখ্যাত ব্যক্তিত্ব, যিনি বাউল গানসহ লোকসংগীতের বিভিন্ন ধারায় কাজ করেছেন। এ ছাড়া ফরিদপুরের বাউল গানের জগতে আব্দুল খালেক দেওয়ান ও ওস্তাদ আবেদ আলী খান উল্লেখযোগ্য নাম। ছোটবেলায় পরশ বয়াতি, দলুলুদ্দিন বয়াতি, মেহের আলী বয়াতির গান শুনে শুনে বড় হয়েছি। গানের প্রতি ভালোবাসাটা সেই তখন থেকেই। সদরপুরের মদন ফকির একজন বাউল সাধক, তার পরবর্তী প্রজন্ম এই গানের দলের মূল শিল্পী, তিনি কাদের ফকির, তার প্রতিও অশেষ কৃতজ্ঞতা ও ভালোবাসা।

প্রয়াত হুমায়ুন ফরীদি ও সালমান শাহ অভিনীত মায়ের অধিকার চলচ্চিত্রের ‘পিঁপড়া খাবে বড়লোকের ধন’ গানটি খুব শিগগির দোয়েল মাল্টিমিডিয়া Kazi Banoful-এর ফেসবুকে প্রকাশিত হবে।

মূল গানটির রচয়িতা আহমেদ ইমতিয়াজ বুলবুল ও মনিরুজ্জামান মনির এবং গানটির সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল।

গানটিতে কণ্ঠ দিয়েছেন কাজী বনফুল, কাদের ফকির ও ‘গীত আখড়া’ গানের দল। চিত্রনাট্য ও পরিচালনায় কাজী বনফুল।

গানটি সম্পর্কে কাজী বনফুল জানান, প্রয়াত হুমায়ুন ফরীদি, সালমান শাহ, আহমেদ ইমতিয়াজ বুলবুল এবং মনিরুজ্জামান মনিরের মতো কিংবদন্তিদের স্মরণে আমরা গানটি পুনর্নির্মাণের চেষ্টা করেছি। গানটির বিশেষ দিক হচ্ছে, গানটি ফরিদপুরের রাজেন্দ্র কলেজের প্রতিষ্ঠাতা রাজেন্দ্র রায় বাহাদুরের জমিদারবাড়িতে চিত্রায়ণ করা হয়েছে। ফরিদপুরের ঐতিহাসিক এই রাজরাড়িটি সম্পর্কে দূর-দূরান্তের অনেক মানুষের ভীষণ কৌতূহল, সেটা আমরা কিছুটা হলেও পূরণ করতে সক্ষম হবো বলে আশা করছি।

গানটি নির্মাণের পেছনে টিম গীত আখড়ার অক্লান্ত শ্রমের প্রতি অজস্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। আশা করছি, গানটি সবার মনে নতুন করে ফেলে আসা সেই পুরোনো আমেজ পুনঃপ্রতিষ্ঠা করতে সক্ষম হবে।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।