বিনোদন

‘ছোট পরিসরেই সব হয়েছে’ কিসের ইঙ্গিত দিলেন তাশরীফ?

‘ছোট পরিসরেই সব হয়েছে’ কিসের ইঙ্গিত দিলেন তাশরীফ?


জনপ্রিয় সংগীতশিল্পী তাশরীফ খান আবারও ভক্তদের কৌতূহল বাড়ালেন রহস্যময় এক পোস্ট দিয়ে। মূলত ‘কুঁড়েঘর’ ব্যান্ডের প্রধান কণ্ঠশিল্পী হিসেবে পরিচিত এ তারকা গানের বাইরে সামাজিক যোগাযোগ মাধ্যমেও সমান সরব।

শনিবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, একেবারে ছোট পরিসরেই সব হয়েছে।’ পোস্টের শেষ লাইনে তিনি যুক্ত করেন, ‘সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে আপনাদের জানাবো।’ সঙ্গে জুড়ে দেন ভালোবাসার ইমোজি।

এমন পোস্ট দেখেই নেটিজেনদের বড় একটি অংশ ধরে নেন— শিল্পী বিয়ের খবর দিতে যাচ্ছেন। কেউ কেউ অভিনন্দন জানাতে শুরু করলেও, মন্তব্যে ভিন্ন ইঙ্গিত দেন তাশরীফ নিজেই। কমেন্ট বক্সে তিনি লেখেন, ‘এত ভাগ্যবান ও হইনাই যে শীত আসার আগেই আমার বিয়ে হয়ে যাবে।’

তবে রহস্য কাটেনি এখনো। অনেকে এখনো ধরে নিচ্ছেন, হয়তো সত্যিই কোনো বিশেষ খবরই দিতে যাচ্ছেন শিল্পী।

তাশরীফের পোস্টে ভক্তদের মন্তব্যও ছিল বেশ মজার। একজন লিখেছেন, ‘ঝামেলা মাথায় নেওয়ার আগে অভিজ্ঞদের সাথে পরামর্শ নেওয়া উচিত ছিল।’ আরেকজনের মন্তব্য, ‘যা ভাবছো, তা না।’

তাশরীফ খান কী ঘোষণা দিতে যাচ্ছেন— সেটাই এখন ভক্ত-অনুরাগীদের কাছে বড় প্রশ্ন। সন্ধ্যার ঘোষণার দিকেই তাই তাকিয়ে সবার চোখ।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।