বিনোদন

জাহ্নবীকে নিয়ে মশকরায় শামিল হয়ে বিপাকে সোনম

জাহ্নবীকে নিয়ে মশকরায় শামিল হয়ে বিপাকে সোনম


জাহ্নবী কাপুরের সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘পরম সুন্দরী’কে ঘিরে চলা ব্যঙ্গাত্মক মন্তব্যে সায় দিয়ে এবার সমালোচনার মুখে সোনম বাজওয়া। এক জনপ্রিয় নেটপ্রভাবীর তীর্যক ভিডিওতে হাসির প্রতিক্রিয়া জানানোর পর থেকেই সোশ্যাল মিডিয়ায় চলছে তীব্র সমালোচনার ঝড়

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ‘পরম সুন্দরী’ ছবিতে এক দক্ষিণী যুবতীর চরিত্রে অভিনয় করেছেন জাহ্নবী। তার চরিত্রের নাম ‘সুন্দরী’। ছবিতে তার সংলাপ বলার ধরন নিয়ে মূলত সমালোচনা হয়েছে। ভক্তদের দাবি, চরিত্রের সঙ্গে একেবারে মানানসই ছিলেন তিনি। তবে সমালোচকরা মনে করছেন, সংলাপ উচ্চারণে জাহ্নবী যথেষ্ট দুর্বল ছিলেন।
এর মধ্যেই অনালী সেরেজো নামে এক নেটপ্রভাবী জাহ্নবীকে নিয়ে ব্যঙ্গ করে ভিডিও শেয়ার করেন, যা ভাইরাল হয়ে যায়। সেই ভিডিওর কমেন্টে সোনমের দেওয়া প্রতিক্রিয়া থেকেই শুরু হয় বিতর্ক।

জাহ্নবীর অনুরাগীরা ক্ষোভ প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় সোনমকে কটাক্ষ করেন। কেউ লিখেছেন, ‘অন্যকে নিয়ে হাসাহাসি করার আগে সোনমের নিজের অভিনয় দক্ষতা দেখা উচিত’। আবার আরেকজনের মন্তব্য, ‘বলিউডে তারকাসন্তান আর বহিরাগতদের মধ্যে প্রকৃত বন্ধুত্ব হওয়া সম্ভব নয়’।

‘পরম সুন্দরী’ ছবিতে জাহ্নবীর বিপরীতে অভিনয় করেছেন সিদ্ধার্থ মালহোত্রা। অন্যদিকে সোনম বর্তমানে ব্যস্ত তার নতুন ছবি ‘বাগি ফোর’–এর কাজে।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।