বিনোদন

জুটি বাঁধলেন মিম-মোশাররফ | কালবেলা

জুটি বাঁধলেন মিম-মোশাররফ | কালবেলা


ফের জুটি বাঁধলেন দেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও দর্শকপ্রিয় অভিনেত্রী মিম চৌধুরী। তবে এক নয় বরং একই পরিচালকের দুটি নতুন ধারাবাহিক নাটকে দেখা যাবে তাদের। নির্মাতা শামস করিমের পরিচালনায় নির্মিত হচ্ছে ‘রঙ্গিলা পুতুল’ ও ‘৭ কিলো ১ গ্রাম’ ধারাবাহিক নাটক। যেখানে গল্প, চরিত্র আর অভিনয়ের ভিন্ন স্বাদে মুগ্ধ হবেন দর্শকরা। আসন্ন ধারাবাহিকগুলো নিয়ে মোশাররফ করিম বলেন, “দুটি ধারাবাহিকের গল্প ভিন্ন এবং শামস করিম সবসময় ভীষণ যত্ন নিয়ে কাজ করেন। সম্প্রতি বন্ধু শামীম জামানের সঙ্গেও একটি ধারাবাহিকে অভিনয় করেছি, যেখানে আছেন আ খ ম হাসান, জুঁইসহ আরও অনেকে। ‘রঙ্গিলা পুতুল’ ও ‘৭ কিলো ১ গ্রামও’ শিগগিরই প্রচারে আসবে। মিম এখন অনেক ভালো করছে, অভিনয়ের প্রতি তার ভালোবাসা আর সংগ্রাম স্পষ্ট। আশা করি দর্শকরা নাটক দুটি পছন্দ করবেন।” এদিকে অভিনেত্রী মিম বলেন, ‘মোশাররফ ভাইয়ার সঙ্গে কাজ মানেই শেখার অসীম সুযোগ। চরিত্রকে কীভাবে নিখুঁতভাবে উপস্থাপন করা যায়, সেটি তার কাছ থেকে গভীরভাবে শিখেছি। শামস করিম ভাইকে ধন্যবাদ, তিনি আমাকে এ দুই নাটকে ভাইয়ার সঙ্গে কাজ করার সুযোগ দিয়েছেন।’ টেলিভিশনের ব্যস্ত মৌসুমে এ দুই ধারাবাহিকই যেন দর্শকদের জন্য এক বিশেষ উপহার হতে যাচ্ছে। মোশাররফ করিমের পরিপক্ব অভিনয় আর মিম চৌধুরীর ক্রমবর্ধমান নৈপুণ্যের সমন্বয়ে গড়া এই কাজগুলো শুধু বিনোদনই নয়, বরং শেখারও এক সুযোগ এনে দেবে নাটকপ্রেমীদের জন্য। এখন অপেক্ষা শুধু প্রচারের। দেখা যাক, ‘রঙ্গিলা পুতুল’ আর ‘৭ কিলো ১ গ্রাম’ কতটা রং ছড়াতে পারে দর্শকের মনমন্দিরে।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।