বিনোদন

ডালাসে আবর্ত-দ্য সার্কেল | কালবেলা

ডালাসে আবর্ত-দ্য সার্কেল | কালবেলা


বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আবর্ত-দ্য সার্কেল’ নির্বাচিত হয়েছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসে আয়োজিত ‘৮ম বেঙ্গলি ফিল্ম ফেস্টিভাল অব ডালাস ২০২৫’-এ।

মাহামুদুল হাসান টিপুর পরিচালনায় নির্মিত ২৪ মিনিট দৈর্ঘ্যের এ চলচ্চিত্রটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম ও রোবেনা রেজা জুঁই দম্পতি। চিত্রনাট্য লিখেছেন কাজী আসাদ। চিত্রগ্রহণে ছিলেন দানিয়েল ড্যানি এবং শিল্প নির্দেশনায় থিউফেলাস স্কট।

চলচ্চিত্রটির কাহিনি গড়ে উঠেছে বাংলাদেশের এক নির্জন সমুদ্রসৈকতের পাশের একটি কাঁকড়া ভাজার দোকানকে কেন্দ্র করে। যেখানে এক উপকূলবর্তী নারীর নীরব সংগ্রাম, সামাজিক চাপ এবং জীবনকে ঘিরে থাকা সীমাবদ্ধতার চক্র থেকে মুক্ত হওয়ার আকাঙ্ক্ষা উঠে এসেছে।

অভিনেত্রী জুঁই বলেন, ‘বাংলাদেশের উপকূলবর্তী এক নারীর গল্প এটি, যার জীবনের দ্বন্দ্ব এবং আত্মপ্রত্যয়ের প্রতিচ্ছবি পর্দায় তুলে ধরার চেষ্টা করেছি আমরা।’

‘আবর্ত’ প্রদর্শিত হবে উৎসবের দ্বিতীয় দিন, ২ আগস্ট স্থানীয় সময় রাত ৮টা ৩০ মিনিটে, ডালাসের অ্যাঞ্জেলিকা ফিল্ম সেন্টার অ্যান্ড ক্যাফেতে।

বিশ্বের বিভিন্ন দেশ থেকে জমা পড়া ২৩৮টি আন্তর্জাতিক চলচ্চিত্রের মধ্য থেকে মাত্র ৪টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এ আসরের জন্য নির্বাচিত হয়েছে। তাদের মধ্যেই জায়গা করে নিয়েছে ‘আবর্ত’।

উল্লেখযোগ্যভাবে, একই সেশনে প্রদর্শিত হবে কিংবদন্তি ভারতীয় চলচ্চিত্র নির্মাতা মৃণাল সেনের জীবনীভিত্তিক ফিচার ফিল্ম ‘পদাতিক’, যা নির্মাণ করেছেন সৃজিত মুখার্জি।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।