বিনোদন

তাণ্ডবে জয়া আহসান | কালবেলা

তাণ্ডবে জয়া আহসান | কালবেলা


আসন্ন ঈদুল আজহার জন্য তৈরি হচ্ছে ‘তাণ্ডব’ সিনেমা। যেটি পরিচালনা করছেন নির্মাতা রায়হান রাফী। বিগ বাজেটের এ ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করবেন শাকিব খান। তার বিপরীতে এক যুগ পর আবারও অভিনয় করতে যাচ্ছেন জয়া আহসান।

এ সিনেমার শুটিং নিয়ে বর্তমানে রাজশাহীতে ব্যস্ত সময় পার করছে ‘তাণ্ডব’ টিম। সেটের বেশ কিছু দৃশ্য এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়েছে। যেখানে এই শহরের বিভিন্ন লোকেশনগুলোয় দেখা গেছে ঢাকাই সিনেমার তারকা শাকিব খানের সঙ্গে অভিনেত্রী সাবিলা নূরকে।

এবার ‘তাণ্ডব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে সেখানে উপস্থিত হয়েছেন জয়া আহসান। সেখানে টানা কিছুদিন শুটিং করবেন তিনি। শুধু জয়া নয়, সেখানে আরও উপস্থিত হয়েছেন ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, এফ এস নাঈম, মুকিত জাকারিয়াসহ আরও অনেকে।

গত ঈদুল ফিতরে মুক্তি পায় শাকিব খানের ‘বরবাদ’ সিনেমা। নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় সিনেমাটি ব্যাপক দর্শকপ্রিয়তা পায়। ‘বরবাদ’-এর রেশ কাটতে না কাটতে এবার আসন্ন ঈদুল আজহার জন্য তৈরি হচ্ছে শাকিবের ‘তাণ্ডব’।

এদিকে ১৬ মে মুক্তি পাচ্ছে জয়ার নতুন সিনেমা ‘জয়া আর শারমিন’। দুই নারী, জয়া ও তার সহকারী শারমিনের সম্পর্কের উত্থান-পতনের গল্প নিয়ে নির্মিত হয়েছে এ সিনেমা। এটি পাঁচ বছর আগেই নির্মাণ করে হলেও, অবশেষে চলতি মাসে এটি আলোর মুখ দেখতে চলেছে। এটি নির্মাণ করেছেন পিপলু আর খান।

এতে জয়া চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান এবং শারমিন চরিত্রে অভিনয় করেছেন মঞ্চ অভিনেত্রী মহসিনা আক্তার।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।