দিনটি ছিল ২০২৪ সালের ১১ মে শনিবার। সিলেটে একটি কনসার্টে যোগ দিতে ঢাকা থেকে রওনা হয় ব্যান্ড ‘অড সিগনেচার’। সেদিন ভোরে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় মুহূর্তেই তছনছ হয়ে যায় দলটির স্বপ্ন। মর্মান্তিকভাবে মৃত্যু হয় ব্যান্ডের ভোকাল পিয়ালের এবং একাধিক সদস্য মারাত্মকভাবে আহত হন। এরপরই অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় ব্যান্ডের কার্যক্রম।
তবে এবার ফেরার পালা। তাই শুরুটা যেন হয় একেবারে শুরু থেকেই—এ ভাবনাতে আবারও মঞ্চে ফিরছেন সাকিন-আকিবরা।
‘অড সিগনেচার’ গত কয়েক মাস ধরেই নিজেদের কার্যক্রম পুনরায় শুরু করেছে। এরই মধ্যে নতুন গানও তৈরি করেছে তারা। ‘জগৎ মঞ্চ’ শিরোনামের একটি গান দিয়ে গানের দুনিয়ায় আবারও নতুন করে যাত্রা শুরু করেছে দলটি। তবে এবার তাদের লক্ষ্য আরও বড়—দেশের ৬৪টি জেলাতেই একক কনসার্ট করার পরিকল্পনা নিয়েছে। যার শুরু হবে চট্টগ্রাম থেকে। কারণ, ২০২১ সালে নিজেদের প্রথম কনসার্টটি করেছিল এ শহরেই। নতুন এ যাত্রা নিয়ে ব্যান্ডের পক্ষ থেকে দেওয়া এক অফিসিয়াল বার্তায় বলা হয়—‘২০২১ সালে প্রথম কনসার্ট করেছিলাম চট্টগ্রামে। এরপর ৪০টি জেলায় শো করতে গিয়ে এক দারুণ অভিজ্ঞতা অর্জন করেছি। কিন্তু গত বছর এক অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে এক বছরেরও বেশি সময় স্টেজে ওঠা হয়নি। তাহলে শুরুটা হোক শুরু থেকেই…।’
বর্তমানে ‘অড সিগনেচারে’র সদস্যরা হলেন—অমিতাভ, মুনতাসাইর রাকিব, একতেদার সাকিন, তাহমিদ রায়ান ও আকিব উদ্দিন আহমেদ।
২০১৭ সালে যাত্রা শুরু করা ব্যান্ড ‘অড সিগনেচারে’র জনপ্রিয় গানের তালিকায় রয়েছে—‘আমার দেহখান’, ‘ঘুম’, ‘প্রস্তাব’, ‘দুঃস্বপ্ন’, ‘মন্দ’; যা এরই মধ্যে শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।