বিনোদন

থাইল্যান্ড যাচ্ছেন সামান্তা | কালবেলা

থাইল্যান্ড যাচ্ছেন সামান্তা | কালবেলা


নাটক ইন্ডাস্ট্রির সময়ের ব্যস্ত অভিনেত্রী সামান্তা পারভেজ। এবার ঈদের ব্যস্ততা শেষ করে যাচ্ছেন থাইল্যান্ডে। এ সফরে সঙ্গী হয়েছেন অভিনেত্রীর মা। একদিকে চিকিৎসা, অন্যদিকে ব্যবসায়িক প্রয়োজনে পণ্য কেনা—দুই উদ্দেশ্য নিয়েই সাত দিনের এ সফরে যাচ্ছেন ছোট পর্দার এই অভিনেত্রী।

নিজের শপের জন্য থাইল্যান্ড থেকে মালপত্র সংগ্রহের পাশাপাশি মায়ের চিকিৎসার ধারাবাহিকতা বজায় রাখতে এবার আবারও থাইল্যান্ডকেই বেছে নিয়েছেন তিনি।

সামান্তা কালবেলাকে বলেন, ‘এর আগেও মায়ের চিকিৎসা থাইল্যান্ডে করিয়েছি। এবার শুধু চিকিৎসা নয়, মায়ের সঙ্গে সময় কাটানো, ঘোরা ও আমার শপের জন্য প্রয়োজনীয় পণ্য কেনাও থাকবে এই সফরে।’

গত ঈদেও সামান্তা ছিলেন দারুণ ব্যস্ত। বিশেষ করে অভিনেতা শামীম হাসান সরকারের সঙ্গে তার জুটি বেশ প্রশংসিত হয়েছে দর্শক মহলে। ‘পার্সেল ম্যান’, ‘ডাবল প্যারা’, ‘টাইটানিকে ঈদ যাত্রা’, ‘গোধূলির ওপারে’—এমন একাধিক নাটকে তারা একসঙ্গে অভিনয় করেছেন। এর পাশাপাশি কিংবদন্তি অভিনেতা মোশাররফ করিমের সঙ্গে ‘বউ ভাড়া হবে’ নাটকেও দেখা গেছে তাকে, যা দর্শক হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছে।

বর্তমানে ছোট পর্দার এক উজ্জ্বল মুখ সামান্তা পারভেজ, যিনি একের পর এক কাজ দিয়ে দর্শকের ভালোবাসা কুড়াচ্ছেন।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।