বিনোদন

দেশে মুক্তি পাচ্ছে জয়ার ‘ফেরেশতে’

দেশে মুক্তি পাচ্ছে জয়ার ‘ফেরেশতে’


তিন বছর আগে নির্মিত জয়া আহসানের প্রথম ইরানি সিনেমা ‘ফেরেশতে’ এরই মধ্যে একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়িয়েছে। ইরানের ফজর চলচ্চিত্র উৎসবে মানবিক দৃষ্টিভঙ্গির জন্য এটি জাতীয় পুরস্কার জিতেছে। এ ছাড়া মুভিটি ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৪-এর উদ্বোধনী হিসেবেও স্থান পেয়েছিল।

এ পর্যন্ত দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম পরিচালিত আলোচিত সিনেমাটি। তবে চলতি মাসেই দেশের প্রেক্ষাগৃহে মুক্তির সম্ভাবনা রয়েছে। লায়ন সিনেমাস তাদের ফেসবুক পেজে সিনেমাটির মুক্তি ঘোষণা দিয়েছে। একই সঙ্গে স্টার সিনেপ্লেক্স জানিয়েছে, প্রযোজকদের সঙ্গে মুক্তিসংক্রান্ত আলোচনা চলছে।

সবকিছু চূড়ান্ত হলে দ্রুতই মুক্তির তারিখ ঘোষণা করা হবে।

বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত ‘ফেরেশতে’ সিনেমায় জয়া আহসান ছাড়াও অভিনয় করেছেন সুমন ফারুক, রিকিতা নন্দিনী শিমু, শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, শাহীন মৃধা এবং শিশুশিল্পী সাথী প্রমুখ। এ সিনেমার সহপ্রযোজক হিসেবেও রয়েছেন জয়া আহসান।

জয়া আহসান অভিনীত সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ডিয়ার মা’। অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত এ সিনেমাটি গত ১৮ জুলাই কলকাতায় মুক্তি পায়। এতে জয়ার পাশাপাশি আরও অভিনয় করেন শাশ্বত চট্টোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায়, মালয়ালাম অভিনেত্রী পদ্মপ্রিয়া জনকিরামন।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।