বিনোদন

‘ধামাইল’-কে জাতীয় স্বীকৃতির দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি শুরু

‘ধামাইল’-কে জাতীয় স্বীকৃতির দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি শুরু


সিলেটের ঐতিহ্যবাহী লোকগানের ধারা ‘ধামাইল’-কে জাতীয়ভাবে স্বীকৃতি দেওয়ার দাবিতে ‘ধামালি চুনারুঘাট’ সংগঠনের উদ্যোগে গণস্বাক্ষর কর্মসূচি শুরু হয়েছে। আগামী দিনে বাংলাদেশ সরকারের কাছে ২৬ মে-কে ‘জাতীয় ধামাইল দিবস’ ঘোষণা করার দাবিতে স্বারকলিপি পেশের অংশ হিসেবে গত ১৮ জুলাই এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও বিশিষ্ট লোকসংগীতশিল্পী লাভলী দেব। তিনি বলেন— ‘‘ধামাইল আমাদের আত্মপরিচয়ের অংশ। এই সংস্কৃতিকে জাতীয়ভাবে মর্যাদা দেওয়ার সময় এসেছে। ২০২৩ সালে ‘ধামালি চুনারুঘাট’ প্রথমবার সরকারের কাছে দাবিপত্র পেশ করেছিল। এবার জনগণকে সম্পৃক্ত করে গণআন্দোলনের রূপ দেওয়া হচ্ছে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মোস্তাক বাহার এবং সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক শিপ্রা দাশ। সভাপতির বক্তব্যে মোস্তাক বাহার বলেন— ‘জাতীয় স্বীকৃতি অর্জনের পূর্বশর্ত হলো গণচেতনার বিস্তার। সিলেট বিভাগের প্রতিটি উপজেলা ছাড়াও নেত্রকোনা ও ব্রাহ্মণবাড়িয়ার ধামাইলপ্রধান অঞ্চলে আমরা এই কর্মসূচি ছড়িয়ে দিচ্ছি। প্রবাসী সিলেটিদের জন্য অনলাইন স্বাক্ষর সংগ্রহের উদ্যোগও নেওয়া হয়েছে।’

উল্লেখ্য, ২০২৩ সালের ১৮ মে সংগঠনের পক্ষ থেকে সংস্কৃতি মন্ত্রণালয়ে ২৬ মে-কে ‘জাতীয় ধামাইল দিবস’ ঘোষণার দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করা হয়। সেই বছর থেকেই সংগঠনটি রাধারমণ দত্তের জন্মদিন ২৬ মে-কে কেন্দ্র করে ‘ধামাইল দিবস’ ও ‘রাধারমন স্মরণ দিবস’ পালন করে আসছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে উপদেষ্টা লাভলী দেবকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।