বিনোদন

নজর কাড়লেন দীপিকা | কালবেলা

নজর কাড়লেন দীপিকা | কালবেলা


সম্প্রতি প্রকাশ পেয়েছে বলিউডের সবচেয়ে বড় সিনেমা হতে যাওয়া ‘সিংহাম অ্যাগেইন’-এর ট্রেলার। তার আগেই সিনেমাটি আরও একটি নতুন ইতিহাস করে ফেলেছে। সিংহাম অ্যাগেইনের ৪ মিনিট ৪৫ সেকেন্ডের একটি ট্রেলার বানিয়েছেন রোহিত শেঠি। এর আগে কোনো হিন্দি সিনেমার এত দীর্ঘ ট্রেলার দেখা যায়নি। ফলে বলিউডের ইতিহাসে দীর্ঘতম ট্রেলার হতে যাচ্ছে এটি। সিনেমাটি মুক্তি পাবে আগামী ১ নভেম্বর। দীর্ঘতম এ ট্রেলারে নজর কেড়েছেন দীপিকা পাড়ুকোন।

‘সিংহাম’ বলিউডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি। রোহিত শেট্টির ‘কপ ইউনিভার্স’ তথা পুলিশ ব্রহ্মাণ্ডের সূত্রপাত বলিউড অভিনেতা অজয় দেবগনের হাত ধরে। ২০১১ সালে মুক্তি পায় ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা, ‘সিংহাম’। ২০১৪ সালে আসে ‘সিংহাম রিটার্নস’। দুই সিনেমার সাফল্যের পরে ‘সিম্বা’, ‘সূর্যবংশী’র মাধ্যমে পুলিশ ব্রহ্মাণ্ডকে আরও এগিয়ে নিয়ে গেছেন রোহিত। এবার ‘সিংহাম অ্যাগেইন’। এ সিনেমায় পুলিশের চরিত্রে দীপিকা পাড়ুকোনের দেখা মিলবে। প্রথমবার এ ফ্র্যাঞ্চাইজিতে নাম লিখিয়ে ট্রেলারেই নজর কাড়লেন দীপিকা। ৪ মিনিট ৪৫ সেকেন্ডের ট্রেলারে তাকেই অর্ধেকটা সময় উপস্থিত থাকতে দেখা যায়। এ সময় বেশ কিছু অপারেশন এবং সংলাপের মাধ্যমে বুঝিয়ে দেন ১ নভেম্বর তিনি বড় পর্দায় বড় ধামাকা নিয়ে আসছেন। সবে মা হয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। গত ৮ সেপ্টেম্বর কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। রণবীর সিং ও দীপিকার জীবনে নতুন সদস্যের আগমনে তাদের ভক্তরা দারুণ খুশি।

এই সিনেমায় অজয় দেবগন ও কারিনা কাপুর খান ছাড়া আরও দেখা যাবে রণবীর সিং, অক্ষয় কুমার, টাইগার শ্রফ ও অর্জুন কাপুরকে।



Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।