বিনোদন

নববর্ষে তাদের ‘নগর বৈশাখ’

নববর্ষে তাদের ‘নগর বৈশাখ’



পহেলা বৈশাখ উপলক্ষে সংগীতপ্রেমীদের জন্য দারুণ এক চমক নিয়ে হাজির হচ্ছে ‘ক্যাচ বাংলাদেশ’। এ নববর্ষে প্রকাশ পাচ্ছে নতুন গান ‘নগর বৈশাখ’, যেটির পরিচালনায় রয়েছেন এ সময়ের প্রতিভাবান সংগীতশিল্পী অভিষেক ভট্টাচার্য এবং গেয়েছেন জনপ্রিয় শিল্পী রাফা ও নাশা।

গানটির কথা লিখেছেন আপেক্ষিক ব্যান্ডের ভোকালিস্ট তানজির শুদ্ধ। নগরজীবনের বৈশাখী রং এবং উৎসবের আমেজকে কেন্দ্র করে তৈরি এ গানটি তরুণ প্রজন্মের ভাবনার প্রতিফলন ঘটাবে বলে আশা করছেন তারা।

এ গান প্রসঙ্গে অভিষেক বলেন, “গ্রামের তুলনায় শহরের বৈশাখ অনেকটা ভিন্ন। এখানে ব্যস্ততার মধ্যে থেকেও মানুষ বৈশাখ উদযাপন করে নিজের মতো করে—রাস্তায়, রুফটপে, ক্যাফেতে বা সোশ্যাল মিডিয়ায়। ‘নগর বৈশাখ’ সেই শহুরে বৈশাখের কিছু দিক, যেটা আমরা প্রতিদিন দেখি কিন্তু গানে খুব একটা ধরা পড়ে না।” রাফা বলেন, ‘এই প্রজেক্টটা নিয়ে কাজ করতে পেরে ভালো লেগেছে। গানটার মিউজিক প্রোডাকশন, লিরিক আর মুড—সব মিলিয়ে একটা আধুনিক অথচ দেশীয় বৈশাখী স্পিরিট তুলে ধরার চেষ্টা করেছি।’

শিগগিরই গানটি মুক্তি পাবে ইউটিউব ছাড়াও স্পটিফাই, ফেসবুক রিলস ও স্টোরি, ইনস্টাগ্রাম, টিকটকসহ সব ডিজিটাল প্ল্যাটফর্মে। উৎসবের মুহূর্তগুলোকে আরও রঙিন করতে গানটি ব্যবহার করা যাবে ব্যক্তিগত ভিডিও বা কনটেন্টে।

‘ক্যাচ বাংলাদেশ’-এর এ বিশেষ উদ্যোগ সংগীতপ্রেমীদের জন্য এক নতুন মাত্রা যোগ করবে বৈশাখের আনন্দে।



Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।