বিনোদন

নীলের আড্ডায় মৌসুমী মৌ | কালবেলা

নীলের আড্ডায় মৌসুমী মৌ | কালবেলা


উপস্থাপিকা নীল হুরেজাহান। স্টেজ শো থেকে টিভি শো, সব জায়গাতেই ব্যস্ততা রয়েছে তার। অন্যদিকে এই প্রজন্মের অন্যতম জনপ্রিয় উপস্থাপিকা মৌসুমী মৌ। যিনি বছরজুড়েই উপস্থাপনা নিয়ে তুমুল ব্যস্ত থাকেন। এবার এই দুই উপস্থাপিকা একসঙ্গে হাজির হলেন।

দুই মাস ধরে একুশে টিভির ‘রূপ লাবণ্য’ অনুষ্ঠান উপস্থাপনা করে আসছেন নীল হুরেজাহান। এই অনুষ্ঠানেই আগামী দুর্গাপূজা উপলক্ষে বিশেষ একটি পর্বে নীল হুরেজাহানের আমন্ত্রণে উপস্থিত হয়েছিলেন মৌসুমী মৌ। এই পর্বটি শিগগির একুশে টিভিতে প্রচার হবে। নীল হুরেজাহান বলেন, ‘প্রায় দুই মাস হলো আমি একুশে টিভির এই অনুষ্ঠানটি শুরু করেছি। দুই মাসেই বেশ ভালো সাড়া পাচ্ছি। বিপ্লব সাহা দাদা ও মৌসুমী মৌকে নিয়ে এটা ছিল মূলত দুর্গাপূজা উপলক্ষে বিশেষ একটি পর্ব। পূজায় ফ্যাশন কেমন হবে অর্থাৎ পূজায় আমাদের লাইফস্টাইলসহ পূজার সাজগোজ নিয়ে নানা ধরনের কথাবার্তায় আমরা আড্ডায় মগ্ন ছিলাম। বেশ চমৎকার একটি পর্ব হয়েছে এটি। আশা করছি প্রচারে এলে ভালো লাগবে দর্শকের।’

মৌসুমী মৌ বলেন, ‘মূলত বিশ্বরঙয়ের কর্ণধার বিপ্লব সাহা দাদার উদ্যোগেই আমার এই আয়োজনে অংশগ্রহণ করা। বলা যায়, একটা দারুণ সময় কাটল আমাদের। নীলের সঙ্গে আমার সম্পর্কটা বন্ধুত্বের, যে কারণে সময়টা অনেক বেশি ভালো কেটেছে। এমন চমৎকার একটি আড্ডার আয়োজনের জন্য ধন্যবাদ মুনতাসির বিপন ভাইকে।’



Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।