বিনোদন

পাকিস্তানি মডেল হুমায়রার মৃত্যু নিয়ে নতুন রহস্য

পাকিস্তানি মডেল হুমায়রার মৃত্যু নিয়ে নতুন রহস্য


পাকিস্তানের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী হুমায়রা আসগরের মৃত্যু ঘিরে রহস্য আরও গভীর হচ্ছে। গত ৮ জুলাই করাচির একটি ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তদন্ত কর্মকর্তাদের ধারণা, মৃত্যুর ঘটনাটি ঘটেছে অন্তত ৮ থেকে ১০ মাস আগে।

জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী, হুমায়রার ফ্ল্যাট তল্লাশির সময় তিন থেকে চারটি মাটির পাত্রে অজ্ঞাতনামা সাদা পাউডার পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, ওই পাউডারের নমুনা পরীক্ষাগারে পাঠানো হয়েছে। পাউডারের প্রকৃতি ও উপস্থিতির কারণ এখনো স্পষ্ট নয়। চূড়ান্ত মত দেওয়ার আগে রাসায়নিক পরীক্ষার রিপোর্টের জন্য অপেক্ষা করছে তদন্তকারীরা।

এর আগে করাচি বিশ্ববিদ্যালয়ের একটি ল্যাব রিপোর্ট প্রকাশিত হয়েছে। তাতে বলা হয়েছে, হুমায়রার দেহের নমুনায় কোনো চেতনানাশক, মাদক কিংবা বিষাক্ত কোনো উপাদানের অস্তিত্ব পাওয়া যায়নি। রিপোর্টে ইঙ্গিত করা হয়েছে, তার মৃত্যু স্বাভাবিকভাবে হওয়ার আশঙ্কা বেশি।

তদন্তের আগের প্রতিবেদনেও বলা হয়েছিল—এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, হুমায়রার মৃত্যু স্বাভাবিক বা দুর্ঘটনাজনিত হতে পারে।

লাহোরের মেয়ে হুমায়রা আসগর ২০১৫ সালে মিডিয়ায় পথচলা শুরু করেন। ছোট পর্দায় তিনি অভিনয় করেছেন ‘জাস্ট ম্যারেড’, ‘এহসান ফারামোশ’, ‘গুরু’ ও ‘চল দিল মেরে’ নাটকে। বড় পর্দায় তার কাজের মধ্যে রয়েছে ‘জালিবি’ ও ‘লাভ ভ্যাকসিন’ (২০২১)।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।