বিনোদন

পূজামণ্ডপে মেজাজ হারালেন কাজল | কালবেলা

পূজামণ্ডপে মেজাজ হারালেন কাজল | কালবেলা


প্রতি বছর দুর্গাপূজায় সরব থাকেন বলিউড অভিনেত্রী কাজল দেবগন। আত্মীয়দের নিয়ে উৎসবে মেতে ওঠেন তিনি। এবার পূজামণ্ডপে মেজাজ হারালেন কাজল। শুক্রবার (১১ অক্টোবর) মুম্বাইয়ে মুখার্জি বাড়ির পূজামণ্ডপে এ ঘটনা ঘটে।

ঘটনার সময়কার ভিডিও মুহূর্তে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, খুব রেগে গিয়ে কথা বলছেন কাজল। এ সময় তার সামনে থাকা কয়েকজনকে উদ্দেশ করে নায়িকা বলছিলেন, ‘আপনারা সবাই জুতা পরে প্যান্ডেলের ভেতরে আসছেন। আপনার জুতা একপাশে রাখুন। কিছুটা সম্মান তো রাখুন, এটা তো পূজা।’

ভারতীয় গণমাধ্যমের খবর, রানী মুখার্জি, কাজল এবং অয়ন মুখার্জির পরিবার মুম্বাইয়ে দুর্গাপূজার আয়োজন করেছে। এদিন পূজার সময় দেবী দুর্গার পাশে কয়েকজন জুতা পায়ে দাঁড়িয়েছিলেন। এটি দেখে বেশ চটে যান কাজল।

তবে কাজল রেগে গেলেও কেউ আপত্তি জানাননি। কারণ পূজায় এভাবে জুতা পায়ে ভেতরে যাওয়াকে কেউই সমর্থন করেননি। ফলে নায়িকার চেঁচামেচি ঠিকই আছে বলে মন্তব্য করেছেন কেউ কেউ। এদিকে কাজলের চেঁচামেচি শুনে অনেকটা ভয়ে জায়গাটি থেকে সরে যান উপস্থিত আলিয়া ভাটসহ অন্যরা।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।