বিনোদন

ফেরদৌসকে নিয়ে যা বললেন সাইমন

ফেরদৌসকে নিয়ে যা বললেন সাইমন


একসময় রুপালি পর্দা কাঁপানো সুদর্শন নায়ক ঢালিউডের জনপ্রিয় মুখ ফেরদৌস আহমেদ। আজ এ নাম যেন এক রহস্যময়। এ বছর ৭ জুন ঈদুল আজহার আনন্দে মাতোয়ারা ছিল গোটা দেশ, কিন্তু সেদিনই চুপিসারে কেটে গেল তার ৫১তম জন্মদিন। না কোনো কেক, না আলো ঝলমলে আয়োজন, না কোনো শুভেচ্ছা বার্তা, ছিল শুধু নিস্তব্ধতা। এক বছর আগেও ভক্ত-অনুরাগীদের ভালোবাসায় ভেসেছেন এই নায়ক, আর এবার? দীর্ঘ এক বছর হয়ে গেল, গত ৫ আগস্টের পর থেকে ফেরদৌস নিখোঁজ। কোথায় আছেন তিনি? কেমন আছেন? কেউ জানে না কিছুই।

তবে কেউ এই নায়ককে স্মরণ না করলেও করেছেন একজন। তিনি আর কেউ নন ঢাকাই চলচ্চিত্রের আরেক চিত্রনায়ক সাইমন সাদিক।

নিজের ভ্যারিফায়েট সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নায়ক ফেরদৌসের সঙ্গে একটি ছবি পোস্ট করে অনেকটা আক্ষেপ জানিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি।

সেখানে তিনি লিখেছেন, কত মৌমাছি ছিল আপনার পাশে! তারা আসলে মৌমাছি না, মাছি ছিল ভাইয়া! যারা মৌ বনে নিজেকে উৎসর্গ করেছিল জোক হয়ে! অসময়ে সব আমাদের চোখে তারকাঁটা হয়ে বিঁধছে! গত বছর এই দিনে টাইমলাইনজুড়ে শুধু আপনিই ছিলেন! আজ তারা হরহামেশাই ভুলে গেছে, আজ অভিনেতা ফেরদৌস আহমেদের জন্মদিন। ভবিষ্যতে এটা উদাহরণ হয়ে থাকবে ভাইয়া। আপনার জন্য অনেক অনেক ভালোবাসা আর দোয়া ভাইয়া।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।