বিনোদন

ফের প্রেমে মজেছেন ঝিলিক | কালবেলা

ফের প্রেমে মজেছেন ঝিলিক | কালবেলা


ভারতীয় বাংলার ছোটপর্দার এক সময়ের জনপ্রিয় ধারাবাহিক ‘মা’-তে ঝিলিক চরিত্রে অভিনয় করে যে ছোট্ট মেয়েটি রাতারাতি ঘরে ঘরে পরিচিত হয়ে উঠেছিলেন, সেই তিথি বসু এখন অনেকটাই বদলে গেছেন। বদল এসেছে জীবনের ছকে এমনকি মনের পাতাতেও। অনেক দিন ধরেই অভিনয় থেকে দূরে তিনি, মন দিয়েছেন ভ্লগিংয়ে। কিন্তু এবার আলোচনায় এসেছেন তার ব্যক্তিগত জীবন নিয়ে। ফের প্রেমে পড়েছেন এই সুন্দরী।

তিন বছর আগে যখন প্রেম ভেঙেছিল। তখনও সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্টের মাধ্যমে জানিয়েছিলেন তিনি। মাঝে বেশকিছু বছর কেটে গেছে। তবে এবার তার জীবনে এসেছে নতুন মানুষ।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আদুরে ছবি পোস্ট করে নতুন করে প্রেমে পড়ার খবর নিজেই শেয়ার করেছেন তিথি। যদিও ছবিতে প্রেমিকের মুখটি স্টিকার দিয়ে ঢেকে রেখেছেন তিনি। কারণ? ‘নজর লাগবে’এই বিশ্বাসেই এবার প্রেমিকের মুখ ঢাকলেন তিনি।

ভারতীয় এক গণমাধ্যমকে তিথি বলেন, ‘আমি নজর লাগাতে খুব বিশ্বাস করি। তাই এখনই একসঙ্গে স্পষ্ট ছবি দিতে চাই না। কিন্তু আবার ইচ্ছে হয় পোস্ট করতে, তাই করেছি।‘

এই নতুন প্রেমের সূচনা ভ্লগিং করতে গিয়েই। সেখানেই পরিচয়, ধীরে ধীরে গড়ে ওঠে সম্পর্ক। তিথির নতুন প্রেমিকের নাম শুভজিৎ চক্রবর্তী। তিনি মিডিয়ার কেউ নন, একদা চাকরি করতেন, এখন নিজের ব্যবসা শুরু করেছেন। আপাতত তারা প্রেমে মশগুল। তবে বিয়ে নিয়ে এখনো কোনো পরিকল্পনা নেই বলে জানান তিথি।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।