বিনোদন

‘বরবাদ’ সিনেমার সেন্সর নিয়ে তুমুল আপত্তি ইকবালের

‘বরবাদ’ সিনেমার সেন্সর নিয়ে তুমুল আপত্তি ইকবালের


ঈদের দিন থেকে ১২০টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমাটি। দর্শকমহলেও ছবিটি নিয়ে বেশ আলোচনা চলছে। সিনেমার ডায়লগে অনেক দর্শকই মজেছেন। শাকিবের মুখে ‘এই জিল্লু মাল দেয়’ ডায়লগটি তো ভাইরাল। নারী-পুরুষ, শিশু-তরুণ হল থেকে বেরিয়েই বলছেন শাকিবের সহকারীর কাছে মদ চাওয়ার ডায়লগটি।

এদিকে মেহেদী হাসান হৃদয় পরিচালিত ছবিটির সেন্সর সনদ পাওয়া নিয়ে চরম আপত্তি তুললেন প্রযোজক ও পরিচালক এমডি ইকবাল। তিনি কালবেলাকে বলেন, আমার কাছে মনে হয়েছে শাকিবের এই ছবি করাটা উচিত হয়নি। তার কাছে জাতি কী শিখল। ফেসবুকে রিলস দেখলাম একটা মেয়ে মদের বোতল হাতে নিয়ে বলছে এই জিল্লু মাল দেয়। সমাজ তো ধ্বংস হয়ে গেল।

ইকবাল বলেন, ধর্ষণ দৃশ্য যেভাবে দেখানো হয়েছে তা মোটেই উচিত হয়নি। শুধু তাই না, একজন নায়ক কীভাবে সিনেমায় এভাবে কোকেনের মতো ভয়ংকর নেশা করে। আমি নিজে হলে এমন দৃশ্যে কাজ করতাম না। তরুণ প্রজন্ম এরকম দৃশ্য থেকে যদি অনুপ্রাণিত হয় সমাজের কী হবে। আমি চাইবো না, আমার সন্তান এমন ছবি দেখুক। সেন্সর সার্টিফিকেশন বোর্ড থেকে এধরনের ছবি কীভাবে প্রদর্শনের অনুমতি পায় তা নিয়ে প্রশ্ন রয়েই যায়।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।