বিনোদন

বাপ্পার সংগীত সন্ধ্যা | কালবেলা

বাপ্পার সংগীত সন্ধ্যা | কালবেলা


দেশের জনপ্রিয় গায়ক ও সংগীত পরিচালক বাপ্পা মজুমদার। তিন দশকের বেশি সময় ধরে সংগীতচর্চা করছেন তিনি। শ্রোতাদের কাছে তার রয়েছে আলাদা গ্রহণযোগ্যতা। এবার তাকে ঘিরেই আয়োজন করা হয়েছে একটি একক সংগীত সন্ধ্যার—‘ইয়ামাহা অন ট্রু সাউন্ড’-এর ব্যানারে। সলো এ কনসার্টের টিকিট এরই মধ্যে পাওয়া যাচ্ছে গেট সেট রকের অফিসিয়াল ওয়েবসাইটে। আয়োজক সূত্রে জানা গেছে, ২২ জুলাই রাত ৮টায় ঢাকার ইয়ামাহা ফ্ল্যাগশিপ সেন্টারে অনুষ্ঠিত হবে এ বিশেষ আয়োজন। কনসার্টে প্রবেশের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০০ টাকা। দেশের ভেতরে কনসার্টের পাশাপাশি বাপ্পা মজুমদারের রয়েছে আন্তর্জাতিক ব্যস্ততাও। এ ছাড়া প্রকাশ পেতে যাচ্ছে তার নতুন গান ‘আগামীকাল’। এর পাশাপাশি সব ঠিক থাকলে সেপ্টেম্বর-অক্টোবরে যুক্তরাষ্ট্র সফরে যাবেন তিনি। সে সফরে গান করবেন নিউইয়র্ক, ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়া, শিকাগোসহ যুক্তরাষ্ট্রের ১০টিরও বেশি শহরে।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।