বিনোদন

বাবার সঙ্গে নিজ গ্রামে গাইবেন হাবিব

বাবার সঙ্গে নিজ গ্রামে গাইবেন হাবিব


দেশের জনপ্রিয় মিউজিশিয়ান হাবিব ওয়াহিদ। যার গানের ভক্ত শহর থেকে গ্রামে ছড়িয়ে ছিটিয়ে আছে। তবে কাজেরর ব্যস্ততায় এক যুগের বেশি সময় নিজের গ্রামেই জান না তিনি। এবার নিজ গায়ে গান করবেন হাবিব। জানালেন খোলা মাঠে বাবা ফেরদৌস ওয়াহিদের সঙ্গে গলা খুলে গান করবেন তিনি।

হাবিব ওয়াহিদের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের শ্রীনগর। আগামী শুক্রবার শেখানকার বটতলা মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওপেন এয়ার কনসার্ট। সেখানেই গান গাইবেন তিনি।

হাবিব জানান, সবসময় গ্রামে যেতে চাইলেও কাজের ব্যস্ততায় সেখানে এখন আর যাওয়া হয় না। প্রায় ১৫ বছর পর নিজ গ্রামে যাচ্ছেন তিনি। এলাকার যুব সমাজের উদ্যোগে এই আয়োজন করা হয়েছে, যা তিনি না করতে পারেননি। এছাড়া নিজ গ্রামের মানুষদের গান শোনাতে সবসময় ভালো লাগে তার। আর বাবা ফেরদৌস ওয়াহিদের সঙ্গে স্টেজ শেয়ার করার সুযোগ কখনোই হাতছাড়া করেন না তিনি।

এবারের ঈদে মুক্তি পাওয়া ‘জংলি’ সিনেমায় প্রিন্স মাহমুদের লেখা, সুর ও সংগীতায়োজনে প্রথমবারের মতো একটি গানে কণ্ঠ দিয়েছেন হাবিব ওয়াহিদ। ইউটিউবে প্রকাশের পর থেকে প্রশংসিত হচ্ছে ‘যদি আলো আসত’ শিরোনামের গানটি।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।