বিনোদন

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যা বললেন অপু বিশ্বাস

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যা বললেন অপু বিশ্বাস


কুষ্টিয়ার খোকসা উপজেলায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের কেক কাটায় অংশ নিয়েছেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী চিত্রনায়িকা অপু বিশ্বাস। এ সময় অনুষ্ঠানে আসা সবার উদ্দেশে বক্তব্যও দেন তিনি।

বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) উপজেলার জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোডাউন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তাকে অতিথি করা হয়।

এদিকে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অপু বিশ্বাসের যোগ দেওয়ার একটি ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়েছে। এ নিয়ে অনেকেই বিরূপ মন্তব্য করেছেন। রাজনৈতিক অঙ্গন থেকে চায়ের কাপে বইছে সমালোচনার ঝড়।

ওই ভিডিওতে দেখা যাচ্ছে, ওই অনুষ্ঠানে তিনি আগামী নির্বাচনে স্থানীয় নেতা রিপন হোসেনের পক্ষে সমর্থন চান।

সে সমাবেশে সবার উদ্দেশে অপু বলেন, আমি বগুড়ার মেয়ে। এর আগে রাজবাড়ী এসেছিলাম। কিন্তু খোকসা আসা হয়নি। এখানে আনার জন্য প্রাণপ্রিয় বড়ভাই রিপন ভাইকে ধন্যবাদ জানাই। রিপন ভাই আপনাদের সেবা করতে চান। আপনাদের চাওয়া পাওয়ার মূল্য দিতে চান। আমি চাইবো, সেই সুযোগ আপনারা করে দেবেন।

অপু আরও বলেন, আমি শিল্পী, এটাই আমার পরিচয়। এই পরিচয়ে দর্শকদের ভালোবাসা পেয়েছি। এজন্য সুযোগ পেলেই আপনাদের কাছাকাছি আসি। জানতে পেরেছি, আপনারা সেই দুপুর ১২টা থেকে গরমের মধ্যে বসে আছেন আমাকে দেখার জন্য। এটা আসলে ভালোবাসার বহিঃপ্রকাশ। আশা করি, সবাই বাংলা চলচ্চিত্রের পাশে থাকবেন।

প্রসঙ্গত, অতীতে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন অনুষ্ঠানে সামিল হতে দেখা গেছে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে। এ ছাড়া তিনি ২০২৪ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়প্রত্যাশী ছিলেন। এবার তাকে দেখা গেল বিএনপি সমাবেশে।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।