বিনোদন

বিপাকে বিজয় | কালবেলা

বিপাকে বিজয় | কালবেলা


আদিবাসী সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত করার অভিযোগে আইনি বিপাকে পড়েছেন দক্ষিণী সিনে-ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা। এ বিষয়ে তার বিরুদ্ধে হায়দরাবাদের সাইবারবাদ থানায় একটি মামলাও দায়ের করা হয়েছে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ঘটনার সূত্রপাত হয় পেহেলগাঁও কাণ্ডের পরে। সেই সময় ‘রেট্রো’ ছবির প্রচার নিয়ে ব্যস্ত ছিলেন বিজয়। সেই সময় পাকিস্তানকে আদিবাসীদের সঙ্গে তুলনা করে বিতর্কে জড়িয়েছিলেন এই অভিনেতা।
বিজয় পেহেলগাঁওকাণ্ডে তখন বলেছিলেন, পাকিস্তানকে আক্রমণ করার কোনও প্রয়োজনই মনে করে না ভারত। তার কারণ, পাকিস্তানের মানুষই নিজেদের সরকারকে নিয়ে বীতশ্রদ্ধ। পাকিস্তান তো ৫০০ বছর আগের আদিবাসীদের মতো আচরণ করে। কোনও উপস্থিত বুদ্ধি ছাড়াই ওরা যুদ্ধ করতে নামে।

তিনি আরও বলেন, কাশ্মীরে যা চলছে, তার একমাত্র সমাধান শিক্ষার প্রসার, যাতে সহজে স্থানীয় যুবকদের মগজধোলাই করা না যায়। ওরা কি পাবেন? কাশ্মীর ভারতের, কাশ্মীরিরা আমাদের। পাকিস্তানিরা নিজেদের দেশকেই সামাল দিতে পারে না। তাদের প্রয়োজনীয় জল, বিদ্যুতের অভাব রয়েছে। ভারতের কোনও প্রয়োজনই নেই ওই দেশকে আক্রমণ করার। ওখানকার নাগরিকরাই নিজেদের সরকারের উপর বিরক্ত। এর পরেই আদিবাসীদের সঙ্গে তুলনা টেনেছিলেন তিনি।

তার এমন মন্তব্যের জেরে রবিবার (২২ জুন) এসসি/এসটি (নৃশংসতার প্রতিরোধ) আইনের আওতায় হায়দরাবাদের সাইবারবাদ থানায় অভিযোগ দায়ের হয়। অভিযোগটি করেন আদিবাসী সমিতির রাজ্য সভাপতি অশোককুমার নায়েক।
অশোককুমার তার অভিযোগ পত্রে লিখেছেন, ‘বিজয়ের মন্তব্য আদিবাসী সম্প্রদায়ের মানুষকে গভীর ভাবে আঘাত ও অসম্মান করেছে। তাই অভিনেতার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করার দাবি জানাই।’

বর্তমানে বিজয় ব্যস্ত রয়েছেন তার আসন্ন সিনেমা ‘কিংডম’ নিয়ে। ছবিটি পরিচালনা করেছেন গৌতম তিন্নানুরি। বিজয়ের পাশাপাশি চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন, রুক্সিনি বসন্ত, ভাগ্যশ্রী বোর্সে, কেশব দীপকসহ আরও অনেকে। সবকিছু ঠিকঠাক থাকলে সিনেমাটি মুক্তি পাবে চলতি বছরের ৪ জুলাই।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।