বিনিয়োগের নামে ৬০ কোটি রুপি হাতিয়ে নেওয়ার অভিযোগে অভিনেত্রী শিল্পা শেঠি ও স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ নিল মুম্বাই পুলিশ। তাদের বিরুদ্ধে জারি করা হয়েছে লুক আউট নোটিশ। ইতোমধ্যেই অর্থনৈতিক অপরাধ দমন শাখা নেমেছে তদন্তে, আর এই ঘটনায় উত্তাল হয়ে উঠেছে বি-টাউন।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, এই তারকা দম্পতি তাদের বন্ধ হয়ে যাওয়া সংস্থা বেস্ট ডিল টিভি প্রাইভেট লিমিটেডের বিনিয়োগের নামে টাকাটি নেয়।
পরে ভুক্তভোগী সেই ব্যবসায়ী দীপক কোঠারির অভিযোগ, ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে এই দম্পতি ব্যবসা সম্প্রসারণের অজুহাতে তার কাছ থেকে মোট ৬০ কোটি রুপি নেন। কিন্তু পরে জানা যায়, সেই অর্থ ব্যক্তিগত খরচে ব্যবহার করা হয়েছে। প্রথমে এই টাকা ঋণ হিসেবে নেওয়া হলেও পরে তা বিনিয়োগ হিসেবে দেখানো হয়, যাতে কর সাশ্রয় হয়।
এ নিয়ে শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রা এ সকল অভিযোগ অস্বীকার করেছেন। তাদের বক্তব্য, এটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং বিদ্বেষপ্রসূত মামলা, যা শুধু তাদের মানহানি করার উদ্দেশ্যে ছড়ানো হয়েছে।
Source link