বিনোদন

বিয়ে করলেন হিনা খান | কালবেলা

বিয়ে করলেন হিনা খান | কালবেলা


বহু জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী হিনা খান। দীর্ঘদিনের প্রেমিক, প্রযোজক ও পরিচালক রকি জয়সওয়ালের সঙ্গে আইনি প্রক্রিয়ায় গাঁটছড়া বাঁধলেন এই সুন্দরী। নিজেই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বিয়ের সুন্দর মুহূর্তের ছবি শেয়ার করে পুরো ইন্ডাস্ট্রিতেই জানান দিলেন ভালোবাসার এক নতুন উদযাপন।

প্রকাশিত ছবিতে দেখা যায়, বর-কনে দুইজনেই বেছে নিয়েছেন প্যাস্টেল শেডের পোশাক। হিনা পরেছেন মনিষ মালহোত্রার ডিজাইন করা শাড়ি। গাঢ় মেহেন্দি পরা হাতের অনামিকায় জ্বলজ্বল করছে হিরের এনগেজমেন্ট রিং। অভিনেত্রীর শাড়ির আঁচলে সেলাই করা রয়েছে তাদের দুজনের নাম।

নিজের ইন্সটাগ্রামে ছবি পোস্ট করে হিনা লিখেছেন, ‘দুটি ভিন্ন জগৎ থেকে আমরা ভালোবাসার এক মহাবিশ্ব গড়ে তুলেছি। আমাদের মধ্যকার পার্থক্য এখন ম্লান হয়ে গেছে। আর আমাদের হৃদয়ে একটি বন্ধন তৈরি হয়েছে। বিগত দিনে আমরা দুজন একসঙ্গে সমস্ত বাধা অতিক্রম করেছি । আজ আইনিভাবে আমাদের প্রেম স্বীকৃতি পেলো। স্বামী- স্ত্রী হিসেবে আমরা আপনাদের আশীর্বাদ এবং শুভেচ্ছা কামনা করি।’

এদিকে হিনা খান দ্বিতীয়বারের মতো ক্যানসারে আক্রান্ত হয়েছেন। চলছে চিকিৎসা। কেমো থেরাপিও নিয়েছেন এই নায়িকা।

‘ইয়ে রিস্তা কেয়া কেহেলাতা হ্যায়’, ‘কসৌটি জিন্দেগি কি ২’ ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয় বিপুল জনপ্রিয়তা লাভ করেন হিনা খান। এরপর ২০২০ সালে হ্যাকড ও ২০২৪ সালে ‘শিন্ডা শিন্ডা নো পাপা’ সিনেমায় অভিনয় করেও বেশ সাড়া ফেলেন তিনি।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।