বিনোদন

ব্লকবাস্টার তকমা নিয়ে যাত্রা শুরু করল ‘লোকাহ’

ব্লকবাস্টার তকমা নিয়ে যাত্রা শুরু করল ‘লোকাহ’


৩০০ থেকে ৪০০ কোটি বাজেটে নির্মিত এলসিইউ এবং ওয়াইআরএফ ইউনিভার্সের বড় বড় সুপারস্টারদের সিনেমা যখন সিনেমার লগ্নি ফেরত আনতে হিমশিম খেয়ে যাচ্ছে তখন স্বল্প বাজেটে নির্মিত মালায়লাম সিনেমা ইন্ডাস্ট্রি (মলিউড) সাহসীকতার সাথে নিজস্ব ইউনিভার্সের সূচনা করে তাক লাগিয়ে দিয়েছে সিনেবিশ্লেষকদের। মাত্র ৩০-৩৩ কোটি বাজেটে নির্মিত সিনেমাটি মুক্তির পহেলা সপ্তাহে বক্সঅফিসে আয় করেছে প্রায় ১০০ কোটি রুপিরও বেশি এবং হলমুখি দর্শকদের ভিড়ে এখনো প্রতিটি শো এখনো হাউজফুল যাচ্ছে ।

বলছি- মালায়ালাম সুপারস্টার দুলকার সালমানের ব্যানারে প্রযোজিত ‘ওয়েফার সিনেমাটিক ইউনিভার্স’এর সিনেমা ‘লোকাহ – চ্যাপ্টার ওয়ান : চন্দ্র’-র কথা। সুপারহিরো সিনেমা হিসেবে এটি হচ্ছে ভারতের প্রথম লেডি সুপারহিরো স্টোরি। সিনেমাটিতে হাই অকটেন্ট ভিজ্যুয়াল এবং দুর্দান্ত মিউজিকে নজর কাড়েন অভিনেত্রী কল্যাণী প্রিয়াদর্শন।

ডমিনিক অরুণ পরিচালিত ‘লোকাহ’ সিনেমাটি পৌরাণিক কাহিনি, বিজ্ঞান কল্পকাহিনী ও লোককাহিনীর উপাদানকে অত্যন্ত সৃজনশীলভাবে উপস্থাপন করেছে। গল্পে মিথ, রহস্য এবং দৃশ্যমান বিস্ময় ভক্তদের মাঝে নতুন এত উম্মাদনা তৈরি করেছে। সুপারহিরো সিনেমা হিসেবে স্বল্প বাজেটে নির্মিত হলেও সিনেমাটি গল্পের প্রয়োজন অনুসারে গ্রান্ড স্কেলের ফ্যান্টাসি ও ভিজ্যুয়ালাইজেশনে চোখধাঁধানো সব দৃশ্যপট তুলে ধরেছে।

সিনেমাটির অ্যাকশন কোরিওগ্রাফির দায়িত্বে আছেন ইয়ানিক বেন, যিনি ‘দ্য ফ্যামিলি ম্যান’ এবং ‘জওয়ান’ সিনেমায় স্লিক, হাই-অকটেন অ্যাকশনের জন্য পরিচিত। চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন নিমিশ রবি, সঙ্গীত পরিচালক জ্যাকস বেজয়।

ওনাম উৎসবের আসরে গত ২৮ আগস্ট সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। একইসঙ্গে দর্শক-সমালোচক এবং ক্রিটিক্সমহলে ইতিবাচক সাড়া পেয়ে ব্লকবাস্টার খেতাব পায়। লেডি সুপারস্টার ঘরানার এই সিনেমাটি একাধারে তামিল, তেলেগু, কন্নড় ও হিন্দি ভাষায় ডাবিং করার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের। সিনেসংস্লিষ্টদের দাবি, এটি কেবল আরেকটি সিনেমা নয় বরং মালায়ালাম সিনেমার প্রথম পূর্ণাঙ্গ সুপারহিরো মহাবিশ্বের সূচনা।

লোকাহ সিনেমাটিক ইউনিভার্সের প্রথম কিস্তি হিসেবে নির্মিত এই চলচ্চিত্রে কল্যাণী প্রিয়দর্শনের পাশাপাশি অভিনয় করেছেন ইয়াং জেনারেশন ক্রেজ নাসলেন কে. গফুর, স্যান্ডি, অরুণ কুরিয়ান, চান্দু সলিমকুমার, নিশান্ত সাগর, রঘুনাথ পালেরি, বিজয়রাঘবন, নিত্য শ্রী এবং শরৎ সভাসহ অনেকে।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।