ক্ষণজন্মা নায়ক সালমান শাহ। মাত্র চার বছরের ক্যারিয়ারে ঢাকাই সিনেমায় এনেছিলেন আমূল পরিবর্তন। কোটি দর্শকের হৃদয়ে জায়গা করে নেওয়া এই তারকা ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর না ফেরার দেশে পাড়ি জমান মাত্র ২৫ বছর বয়সে। মৃত্যুর ২৯ বছর পরও তিনি ভক্ত-অনুরাগীদের কাছে সমানভাবে প্রাসঙ্গিক ও আইকন হয়ে আছেন।
আজ তার মৃত্যুবার্ষিকীতে স্মৃতিচারণ করেছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব।
অপূর্ব বলেন, ‘বাংলাদেশের চলচ্চিত্র জগতে সালমান শাহ একজন কালজয়ী শিল্পী। এক উজ্জ্বল নক্ষত্রের নাম। তাকে বলা হয় বাংলা ছবির ফ্যাশন আইকন। তিনি হচ্ছেন অনেক তরুণ-তরুণীর আইডল। তার সৃষ্টিকর্ম দিয়ে এখনও সবার হৃদয়ে বেঁচে আছেন। অনেকের কাছে তিনি স্বপ্নের একজন মানুষ। মৃত্যুর ২৯ বছর পরও তার অভিনীত ছবি সমানভাবে দর্শক-ভক্তদের কাছে প্রিয়।’
তিনি আরও যোগ করেন, ‘চার বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে ২৭টি ছবির অভিনয় দিয়ে জয় করেছেন অগণিত দর্শকহৃদয়। তার অভিনীত চলচ্চিত্রের কিছু গান এখনো শ্রোতাদের মুখে ফেরে। মৃত্যুর পর সাধারণত তারকাদের জনপ্রিয়তায় ভাটা পড়ে, কিন্তু সালমান শাহর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। ভক্তদের কাছে তিনি এক বিস্ময়, রহস্যঘেরা তারকা।’
সালমান শাহর আত্মার শান্তি কামনা করে অপূর্ব বলেন, ‘১৯৯৬ সালের এই দিনে অসংখ্য ভক্তকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান এ নায়ক। তাঁকে হারিয়ে চলচ্চিত্রের অপূরণীয় ক্ষতি হয়েছে। আজ তার মৃত্যুবার্ষিকীতে সৃষ্টিকর্তার কাছে আত্মার শান্তি কামনা করছি। আপনি যেখানেই থাকুন, ভালো থাকুন— এটাই আমাদের প্রার্থনা।’