বিনোদন

ভিন্ন এক রিচি | কালবেলা

ভিন্ন এক রিচি | কালবেলা


কিছুদিন আগেই স্বামীর কর্মস্থল আমেরিকায় গিয়েছেন নন্দিত জনপ্রিয় অভিনেত্রী রিচি সোলায়মান। যাওয়ার আগে তিনি তার মনের মতো গল্পের একটি নাটকে অভিনয় করে গেছেন। নাটকের নাম ‘কেন দেখা হলো না’। নাটকটি গত ২৫ জুলাই ইউটিউবে প্রকাশিত হয়েছে। দীর্ঘদিন পর রিচির কোনো নতুন নাটক ইউটিউবে প্রকাশ পাওয়ায় দর্শক তা বেশ আগ্রহ নিয়ে উপভোগ করছেন। প্রতিদিনই নাটকটির ভিউ বাড়ছে।

নাটকটি নিয়ে রিচি সোলায়মান বলেন, “নাটকটির গল্প ভাবনা আমার কাছে ভালো লেগেছিল। এখন তো আসলে দেখা যায় যে, প্রায় সব নাটকের গল্পই কাছাকাছি বা একই রকমের। কিন্তু ‘কেন দেখা হলো না’ গল্পটা আমার কাছে একটু অন্যরকম মনে হয়েছে বিধায় এতে অভিনয় করেছি। তা ছাড়া এখন যে সময়ে এসে আমি পৌঁছেছি, এখন একটু বুঝেশুনেই নাটক করতে হয়। গল্পটা বুঝতে হয়, নিজের চরিত্রটা মন দিয়ে বুঝতে হয়। নির্মাতাকে ধন্যবাদ এত চমৎকার একটি গল্প নির্বাচনের জন্য। আমাকেও চমৎকার গল্পে এবং চরিত্রে অভিনয়ের সুযোগ করে দেওয়ার জন্য আন্তরিক কৃতজ্ঞতা। দর্শকের প্রতি বিশেষ অনুরোধ থাকবে নাটকটি দেখার জন্য। আশা করি গল্প, লোকেশন, নির্মাণ এবং শিল্পীদের অভিনয় দর্শকের ভালো লাগবে।’

নাটকটিতে রিচির সঙ্গে আরও অভিনয় করেছেন সমু চৌধুরী, সাবিহা জামান, মীর রাব্বি, মাহিমা। নাটকটি রচনা করেছেন মেজবাহ উদ্দিন সুমন, নির্মাণ করেছেন মো. আব্দুল্লাহ আল হারুন।

গত বছর দেশে এসে নিজের ‘ইটারনাল বিউটি লাউঞ্জ’ নিয়ে ভীষণ ব্যস্ত সময় কাটিয়েছেন অভিনেত্রী রিচি সোলায়মান।

এদিকে ইমরাউল রাফাতের পরিচালনায় ‘পরস্পর’ নাটকেও অভিনয়ের কথা ছিল রিচির। কিন্তু শেষমেশ ব্যাটে-বলে মেলেনি বিধায় এতে আর অভিনয় করা হয়ে ওঠেনি।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।