বিনোদন

মঞ্চে ফিরলেন চুমকি | কালবেলা

মঞ্চে ফিরলেন চুমকি | কালবেলা


দর্শকপ্রিয় অভিনেত্রী ফারজানা চুমকি। মিডিয়ায় যাত্রার শুরু থেকেই মঞ্চের সঙ্গে যুক্ত তিনি। নব্বইয়ের শেষদিকে বাংলাদেশের ঐতিহ্যবাহী নাট্যদল ‘ঢাকা থিয়েটার’-এ যোগ দেন। এরপর নিয়মিতই অভিনয় করেছেন। মাঝে মঞ্চ থেকে নিয়েছিলেন বিরতি। এবার আবারও ফিরছেন তার প্রিয় আঙিনায়।

নাটকের নাম ‘দেয়াল’। নাটকটি সেলিম আল দীন রচিত। নির্দেশনা দিয়েছেন অনিক ইসলাম। এরই মধ্যে নাটকটি মঞ্চস্থ হয়েছে। নাটকে চুমকি একজন অধ্যাপকের ভূমিকায় অভিনয় করেছেন।

চুমকি এর আগে ‘ঢাকা থিয়েটার’র হয়ে মঞ্চে অভিনয় করেছেন ‘হাত হদাই’, ‘বনো পাংশুল’, ‘প্রাচ্য’, ‘যৈবতী কইন্যার মন’, ‘একটি লৌকিক অথবা অলৌকিক স্টিমার’, ‘ন নইরা মনি’সহ আরও কয়েকটি নাটক।

মঞ্চে অভিনয় করা প্রসঙ্গে চুমকি বলেন, ‘আমার বড় বোন নীলু আপার অনুপ্রেরণাতেই মিডিয়ায় আসা। তার কারণেই আমার আজকের ফারজানা চুমকি হয়ে ওঠা। সে কারণে তার প্রতি আমি সবসময়ই কৃতজ্ঞ। আমরা যারা মঞ্চে অভিনয় করি, তারা আসলে প্রত্যেকেই মঞ্চের কাজটা ভীষণ ভালোবাসি। মাঝেমধ্যে কাজ করতে করতে এত ক্লান্ত হয়ে পড়ি, তারপরও কিন্তু মঞ্চের প্রতি ভালোবাসা একটুও কমে না। কারণ আমাদের মা-বাবা, ভাইবোনকে ঘিরে যেমন একটি পরিবার; এই মঞ্চ দলটাও আমাদের আরেকটা পরিবার।

এক অন্যরকম ভালোলাগা এ পরিবার টেনে নিয়ে যায়। সত্যি বলতে কি, একেবারেই নিজের আনন্দের জন্য নিজের আত্মতৃপ্তির জন্য মঞ্চে অভিনয় করি। তা ছাড়া এটাও পরম সত্যি যে, দর্শক যারা আসেন তারাও একটা ভালোলাগা নিয়েই মঞ্চ নাটক দেখতে আসেন।

দেয়ালে অভিনয় করেও ভীষণ ভালো লেগেছে। যথারীতি আমার দল ঢাকা থিয়েটারের প্রতি আমি কৃতজ্ঞ।’ তিনি জানান, কিছুদিন পর ফারুক আহমেদের নির্দেশনায় ‘রঙমহল’ নামের আরও একটি মঞ্চ নাটকে অভিনয় করবেন। তার অভিনীত সর্বশেষ ধারাবাহিক নাটক ‘স্মৃতির আল্পনা আঁকি’।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।