সুচিত্রা সেন। বাংলা সিনেমার মহানায়িকা বলা হয় তাকে। এবার তার চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন কলকাতার জনপ্রিয় নায়িকা পায়েল সরকার।
আগামী ১৩ এপ্রিল কলকাতার অ্যাকাডেমি অব ফাইন আর্টসে মঞ্চস্থ হবে নাটক ‘সপ্তপদী’। সেখানেই মহানায়িকার চরিত্রে অভিনয় করবেন পায়েল।
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা ‘সপ্তপদী’ নাটকটা এবারে সাজিয়েছেন উজ্জ্বল চট্টোপাধ্যায়। এখানে লক্ষণীয়, অধিকাংশ বাংলা ছবিতে যখন দর্শক ভিড় হচ্ছে না, তখন বাংলায় এমন অনেক নাটক তৈরি হচ্ছে, যেখানে প্রেক্ষাগৃহে একটা আসনও ফাঁকা থাকছে না। জানা গেছে, ‘সপ্তপদী’ নাটকে পায়েলের বিপরীতে থাকছেন দীপ। পায়েল যদি সুচিত্রা সেন হন, তা হলে তার উত্তম কুমার হচ্ছেন দীপ। দোলন রায়, দুলাল লাহিড়ীর মতো আরও বেশ কিছু অভিনেতা-অভিনেত্রীকে দেখা যাবে এই নাটকে।