বিনোদন

মাইলস্টোন দুর্ঘটনা নিয়ে ফারুকীর পর আরশ খানের পাল্টা মন্তব্য

মাইলস্টোন দুর্ঘটনা নিয়ে ফারুকীর পর আরশ খানের পাল্টা মন্তব্য


ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর থেকে ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা তথ্য ঘুরছে। এর মধ্যে কিছু ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ তুলেছেন সংস্কৃতি উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

মঙ্গলবার (২২ জুলাই) রাতে দেওয়া পোস্টের এক জায়গায় ফারুকী লিখেছেন- ‘মাইলস্টোনের ক্লাসে কারা ছিল, কারা প্রাণ হারিয়েছে, কারা চিকিৎসাধীন- এসবই তো রেকর্ডেড। সুতরাং দয়া করে ভুয়া হেডলাইন দেওয়া লেখা শেয়ার করে মানুষকে আরও ট্রমাটাইজড করবেন না। জাতি শিল্পীদের কাছে আরেকটু দায়িত্বশীলতা আশা করে।’

সংস্কৃতি উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ফেসবুক পোস্ট। ছবি : সংগৃহীত

এরপরই ফারুকীর এই মন্তব্য ঘিরে শুরু হয় আলোচনা। তার পোস্টের পর অভিনয়শিল্পী আরশ খান পাল্টা মন্তব্য করে লিখেছেন—
‘জাতি উপদেষ্টাদের কাছেও আরেকটু দায়িত্বশীলতাই আশা করে।’

আরশ খান তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘বিখ্যাত শিল্পী, পরিচালক যারা একটা মিসিং পোস্ট শেয়ার করেছেন- তারা মানুষ। তাদের পরিবারেও শিশু আছে। দেশের ক্রান্তিকালে তারাও অস্থির হয়ে থাকেন। তাই বিভিন্নভাবে এই ক্রাইসিসে মানুষের পাশে থাকার চেষ্টা করছেন। যেহেতু আপনাদের দেওয়া তথ্য সম্পূর্ণভাবে অভিভাবকদের এবং ছাত্রদের কথার সঙ্গে মিলছে না, তাই আমরা ধোঁয়াশার মধ্যে আছি। ভুলবশত পোস্ট অথবা সম্মিলিত চক্রান্ত কি না, এসব তদন্ত করে, দুর্ঘটনার সঠিক তদন্ত করে আমাদের সঠিক তথ্য দিয়ে অবহিত করুন। যেন ভুল তথ্য আমাদের বিভ্রান্ত না করে। জাতি উপদেষ্টাদের কাছেও আরেকটু দায়িত্বশীলতাই আশা করে।’


ফেসবুকে অভিনেতা আরশ খানের পোস্ট। ছবি : সংগৃহীত

আরশ খানের এই মন্তব্যে অনেক ভক্ত ও শুভাকাঙ্ক্ষী প্রতিক্রিয়া জানিয়েছেন এবং পোস্টটি শেয়ার করেছেন।

এদিকে আরেকটি পোস্টে আরশ খান লিখেছেন, ‘সব রাজনীতিবিদকেই আমাকে বিরোধী দল মনে হবে। কারণ আমি জনতার পক্ষে কথা বলি।’





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।