বিনোদন

মানবতার ডাকে অ্যাশেজ | কালবেলা

মানবতার ডাকে অ্যাশেজ | কালবেলা


বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড অ্যাশেজ মানবতার ডাকে সাড়া দিয়ে শুরু করেছে নতুন উদ্যোগ ‘ব্লাড ব্যাংক’। ভালোবাসা ও মানবিকতার ভিত্তিতে গড়ে ওঠা এ প্রকল্পের মূল লক্ষ্য হলো জরুরি রক্তের চাহিদা পূরণ করা এবং দ্রুত সময়ে রক্তদাতার সঙ্গে প্রয়োজনীয় ব্যক্তির সংযোগ স্থাপন করা।

অ্যাশেজ ফ্যামিলির পক্ষ থেকে জানানো হয়েছে, কারও যদি জরুরি রক্তের প্রয়োজন হয় কিংবা কেউ রক্ত দিতে আগ্রহী হন, তাহলে সঠিক তথ্যসহ তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। তারা সবসময় প্রস্তুত আছেন সহযোগিতার জন্য।

নিজেদের নতুন এ পরিকল্পনা নিয়ে অ্যাশেজের পক্ষ থেকে বলা হয়, “মানবতার ডাকে অ্যাশেজ ফ্যামিলি ‘ব্লাড ব্যাংক’ কার্যক্রম শুরু করেছে। একটি ভালোবাসাভিত্তিক এ উদ্যোগ, যার মূল লক্ষ্য হলো জরুরি রক্তের চাহিদা মেটানো এবং সময়মতো রক্তদাতার সংযোগ নিশ্চিত করা। আপনার বা আপনার পরিচিত কারও যদি রক্তের প্রয়োজন হয়, অথবা আপনি যদি রক্ত দিতে ইচ্ছুক হন, তাহলে সঠিক তথ্যসহ আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করুন। আমরা পাশে আছি।”

অ্যাশেজ ২০০৯ সাল থেকে দেশের মাটিতে কনসার্ট শুরু করে। এরপর থেকেই তারা নিয়মিত স্টেজ মাতিয়ে চলেছে। সেই শোগুলো থেকে অর্জিত অর্থের একটি অংশ তারা ব্যয় করছে ক্যান্সারে আক্রান্ত রোগী অথবা জটিল কিডনি রোগীদের চিকিৎসায়। এবার আরও একটি মানবিক কাজে নিজেদের যুক্ত করল এই ব্যান্ড।

অ্যাশেজ ব্যান্ডের সদস্যরা: জুনায়েদ ইভান (ভোকাল),

সুলতান রাফসান খান (গিটার), ওয়াহিদ উজ জামান তূর্য

(বেজ গিটার), আদনান বিন জামান (কিবোর্ড) ও তৌফিক আহমেদ বিজয় (ড্রামস)।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।