বিনোদন

মানবিক অপু বিশ্বাস | কালবেলা

মানবিক অপু বিশ্বাস | কালবেলা


রাজধানীর উত্তরার দিয়াবাড়ি হাটে গরু বিক্রির সময় জাল টাকার ফাঁদে পড়ে যিনি সারা দেশের মানুষের সহানুভূতি কুড়িয়েছিলেন, সেই বৃদ্ধ রইস উদ্দিন এখন যাচ্ছেন পবিত্র ওমরাহ পালনে। আর এই ধর্মীয় সফর সম্ভব হয়েছে জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসের মানবিক সহায়তায়।

গত ঈদুল আজহার আগে নাটোরের সিংড়া উপজেলার পাকুরিয়া গ্রামের বাসিন্দা রইস উদ্দিন নিজের লালনপালন করা গরু বিক্রি করতে গিয়েছিলেন দিয়াবাড়ি হাটে। কিন্তু সেখানে এক ক্রেতা তাকে দেন ১ লাখ ২৩ হাজার টাকা, যার মধ্যে ১ লাখ ২১ হাজার টাকাই ছিল জাল নোট। ঘটনাটি রইস উদ্দিনকে বাকরুদ্ধ ও ভেঙে পড়া অবস্থায় ফেলে দেয়।

পরে তার দুর্দশার খবর সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে শুরু হয় আলোড়ন। নানা জায়গা থেকে এগিয়ে আসে সাহায্যের হাত। এই সময় মানবিক উদ্যোগ নিয়ে রইস উদ্দিনের পাশে দাঁড়ান চিত্রনায়িকা অপু বিশ্বাস। তিনি আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের পরামর্শে রইস উদ্দিনের ওমরাহ পালনের যাবতীয় ব্যয়ভার গ্রহণ করেন।

বিষয়টি নিয়ে অপু বলেন, ‘তিনি আমার বাবার বয়সী। আজ যদি আমি তার নিজের মেয়ে হতাম, তবে হয়তো এমনই করতাম। আমি চাই, উনি আমার সন্তান ও পরিবারের জন্য দোয়া করুন। তাকে ওমরাহ পালনে পাঠাতে পেরে নিজেকে ধন্য মনে করছি।’

সব আয়োজন শেষ করে শুক্রবার ভোর ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশে রওনা হয়েছেন রইস উদ্দিন।

এদিকে, অনেকদিন ধরেই বড় পর্দায় নেই অপু বিশ্বাস। তবে মুক্তির অপেক্ষায় রয়েছে তার একাধিক সিনেমা। এর মধ্যে আছে কলকাতায় তার প্রথম সিনেমা ‘শর্টকাট’। এটি পরিচালনা করেছেন সুবীর মণ্ডল।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।