বিনোদন

মা-ছেলে প্রথমবার একসঙ্গে

মা-ছেলে প্রথমবার একসঙ্গে



গুলতেকিন খান একজন প্রজ্ঞাবান সাহিত্যিক; যিনি মূলত কবিতা, অনুবাদ, উপন্যাস ও চিত্রনাট্য রচনার জন্য সুপরিচিত। ২০১৬ সালে কাব্যগ্রন্থ ‘আজো, কেউ হাঁটে অবিরাম’ প্রকাশের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সাহিত্যিক হিসেবে তার অভিষেক হয়।

প্রথম বইটিই পাঠকমহলে বেশ প্রশংসিত হয়। পরবর্তী সময়ে তার লেখা অনুবাদ কাব্যগ্রন্ধ ‘দূর দ্রাঘিমায়’, ‘বালি ঘড়ি উল্টে যেতে থাকে’, ‘আজ তবে উপনিবেশের কথা বলি’, কাব্যনাট্য ‘মধুরেণ’, উপন্যাস ‘চৌকাঠ’ প্রকাশিত হয়।

চিত্রনাট্যকার ও গীতিকার হিসেবেও গুলতেকিন ভীষণ প্রশংসিত হয়েছেন। তার ছেলে নুহাশ হ‍ুমায়ূন। যিনি পরিচালনার সঙ্গে যুক্ত আছেন। তার পরিচালিত ‘২ ষ’ ওয়েব সিরিজ ও ‘পেট কাটা ষ’ দুই সিজনের মাধ্যমেই নুহাশ পেয়েছেন দেশ-বিদেশ থেকে সম্মানজনক সব পুরস্কার। একজন বাংলাদেশি হিসেবে তিনি এখন রাইটার্স গিল্ড অব আমেরিকার গর্বিত সদস্য।

রোজার ঈদ মা-ছেলে দেশের বাইরে কাটালেও এবারের ঈদুল আজহা তারা একসঙ্গে দেশেই করবেন। ঈদের গল্প, পরিবারের বলা না বলা অনেক কথা এবার তারা জানিয়েছেন মাছরাঙা টেলিভিশনের প্রতিদিন সকালের জনপ্রিয় অনুষ্ঠান ‘রাঙা সকাল’-এর ঈদ আয়োজনে। এবারই প্রথম ক্যামেরার সামনে দুই ঘণ্টা আড্ডা দিয়েছেন তারা।

এ আড্ডায় উঠে এসেছে মায়ের সঙ্গে তিন মেয়ে আর একমাত্র ছেলে নুহাশের অনেক মজার গল্প। রুম্মান রশীদ খান ও লাবণ্যর সঞ্চালনায়, জোবায়ের ইকবালের প্রযোজনায় ‘রাঙা সকাল’-এর বিশেষ এ পর্বটি প্রচারিত হবে ঈদের পরদিন সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত।



Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।