বিনোদন

মেজাজ হারালেন আলিয়া! | কালবেলা

মেজাজ হারালেন আলিয়া! | কালবেলা


বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। স্বভাবগতভাবে শান্তশিষ্ট হলেও ২০২৩ সালে নিজের ঘরে বসে অনাকাঙ্ক্ষিতভাবে লেন্সবন্দি হওয়ার পর থেকেই পাপারাজ্জিদের সীমালঙ্ঘন নিয়ে একাধিকবার মুখ খুলেছেন তিনি। তবুও থামেনি ছবি শিকারিদের বাড়াবাড়ি। তবে আবারও সেই সীমা চূড়ান্তভাবে অতিক্রম করায় পাপারাজ্জিদের ওপর ক্ষোভ ঝাড়লেন এই অভিনেত্রী।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, পিকলবল খেলে বাড়ি ফিরছিলেন আলিয়া। ঠিক তখনই ফটোশিকারিরা তার পিছু ধাওয়া করে আবাসনে ঢুকে পড়েন। এমনকি তার বাড়ির প্রবেশদ্বারের সামনে গিয়ে বাধা দেন। পাপারাজ্জিদের এমন আচরণেই মেজাজ হারান আলিয়া।

ভিডিওতে দেখা যায়, পাপারাজ্জিদের উদ্দেশে আলিয়া বলছেন, ‘গেটের ভেতরে ঢুকবে না একদম। এটা তোমাদের বাড়ি নয়। দয়া করে বাইরে যাও। এখান থেকে বের হও। তোমরা এখানে ঢুকতে পারবে না।’ তবে আলিয়া বারবার অনুরোধ করা সত্ত্বেও পাপারাজ্জিরা ছবি তোলা বন্ধ করেননি।

সে সময় আলিয়া বলেন, ‘আপনারা এখনো কথা শুনছেন না। বাহ, ধন্যবাদ।’ আলিয়ার এমন কড়া মেজাজ এবং কথোপকথনের ভিডিওটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এমনকি নেটিজেনরা আলিয়ার এমন প্রতিক্রিয়ার পক্ষে মত দিচ্ছেন।

এদিকে, বর্তমানে আলিয়া ব্যস্ত রয়েছেন তার পরবর্তী সিনেমা ‘আলফা’র শুটিংয়ে। এটি একটি স্পাই ইউনিভার্স চলচ্চিত্র, যেখানে আলিয়ার সঙ্গে শর্বরীকেও দেখা যাবে পর্দায়। ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে চলতি বছরের ২৫ ডিসেম্বর।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।