বিনোদন

যুক্তরাষ্ট্রে দ্বিতীয় সপ্তাহে ‘বরবাদ’, আরও যা জানা গেল

যুক্তরাষ্ট্রে দ্বিতীয় সপ্তাহে ‘বরবাদ’, আরও যা জানা গেল


দেশের সাফল্যের পর ১৮ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহ চলেছে শাকিব খানের ‘বরবাদ’। মুক্তির প্রথম সপ্তাহে দেশটির বাঙালি অধ্যুষিত অঞ্চলগুলোতে বেশ সাড়া ফেলে ছবিটি। সাফল্যের ধারাবাহিকতায় দ্বিতীয় সপ্তাহেও যুক্তরাষ্ট্রের নতুন আরও কয়েকটি স্টেটে চলছে ‘বরবাদ’।

বিষয়টি নিশ্চিত করে পরিবেশক এসকে ফিল্মস ইউএসএ-এর সিইও বদরুদ্দোজা সাগর বলেন, নিউইয়র্কে সিনেমাস সিনেমার্ট, কিউ গার্ডেন, বাফেলো, বার্লিংটন, নিউ জার্সি, কানেকটিকাট, ফিলাডেলফিয়া, ভার্জিনিয়া, বোস্টন, জর্জিয়া ও ক্যালিফোর্নিয়াতে বরবাদ প্রদর্শিত হচ্ছে। দ্বিতীয় সপ্তাহেও।

তিনি আরও বলেন, ওয়াশিংটন ডিসি, লস এঞ্জেলেস, আটলান্টা, ফ্লোরিডা, মায়ামিতে নতুন করে চলছে বরবাদ। আসলে আমরা যে থিয়েটারগুলোতে দিচ্ছি সবগুলো থেকে প্রত্যাশিত বিজনেস পাচ্ছি, আশা রাখছি আগামীতেও দর্শকদের উপস্থিতি সমান্তরাল থাকবে।

মেহেদী হাসান হৃদয় পরিচালিত শাকিব খান, ইধিকা পাল, যীশু সেনগুপ্ত অভিনীত ‘বরবাদ’ বর্তমানে আমেরিকার পাশাপাশি কানাডা ও ইতালিতে চলছে। ২৬ এপ্রিল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে মুক্তি পেতে যাচ্ছে। মে-এর দ্বিতীয় সপ্তাহে ‘বরবাদ’ চলবে মালয়েশিয়াতে।





Source link

Shares:
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।